সইফ আলি খান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফটো)

বুধবার রাতে নিজের বাড়িতে হামলার শিকার অভিনেতা সইফ আলি খান(Saif Ali Khan)। দুষ্কৃতীর ছুরিতে গুরুতর জখম হয়েছেন ছোটে নবাব। বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে (Lilavati ital)চিকিৎসাধীন তিনি। সইফের উপর এই হামলায় উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। যে বা যারা এই ঘটনার পিছনে দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আইনের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে। দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চই নেওয়া হবে। এই কঠিন সময়ে শর্মিলাদি, করিনা কাপুর এবং গোটা খান পরিবারের জন্য আমার শুভকামনা রইল।"

সইফ আলি খানের উপর হামলায় উদ্বেগ প্রকাশ মমতার

প্রসঙ্গত, বুধবার রাতে মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে হামলাকারীর কবলে পড়েন অভিনেতা সইফ আলি খান। ছুরির ঘায়ে ছোটে নবাবকে কাবু করে পালায় দুষ্কৃতী। তড়িঘড়ি মুম্বইয়ের বিখ্যাত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সইফকে। সেখানেই চিকিৎসাধীন তিনি। বর্তমানে বিপদমুক্ত সইফ। দু'টি অস্ত্রোপচারের পর বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অভিনেতাকে দেখতে লীলাবতী হাসপাতালে গিয়েছেন শাহরুখ খান সহ বলিউডের একাধিক অভিনেতা।

 সইফের উপর হামলায় উদ্বিগ্ন মমতা, 'শর্মিলা দি'কে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর