মুম্বই, ১৬ জানুয়ারি: বুধবার মধ্যরাতে ছুরিকাবিদ্ধ করা হয় সইফ আলি খানকে (Saif Ali Khan)। পরপর ৬বার ছুরি দিয়ে আঘাত করা হয় বলিউড অভিনেতাকে। সইফকে (Saif Ali Khan Stabbed) গুরুতর জখম অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই প্রথম অস্ত্রোপচারের পর বর্তমানে কসমেটিক সার্জারি চলছে অভিনেতার। সইফ আলি খানের ব্যান্দ্রার বাড়িতে কে বা কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে জোরদার তদন্ত শুরু হয়েছে। এসবের মাঝেই এবার অভিনেতার বাড়িতে তদন্তের জন্য হাজির হন মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার এনকাউন্টার বিশেষজ্ঞ দয়া নায়েক (Daya Nayak)। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার এনকাউন্টার বিশেষজ্ঞর সঙ্গে তাঁর গোটা দল হাজির হয়ে যায় সইফ-করিনার বাসভবনে। তবে বিষয়টি নিয়ে দয়া নায়েক বিষয়টি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি হননি।
সইফের বাড়িতে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকরা...
#WATCH | "Investigation is underway. I can't disclose the details," says an official of Mumbai Police, who is part of the team investigating an attack on Actor Saif Ali Khan. pic.twitter.com/budtw2F3Rx
— ANI (@ANI) January 16, 2025
কে এই দয়া নায়েক?
মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে পরিচিত দয়া নায়েক। ১৯৯৫ সালে ট্রেনি হিসেবে মুম্বই পুলিশে যোগদান করেন দয়া। এরপর ১৯৯৬ সালে তিনি জুহু থানার আওতায় যোগ দেন। এই পর্যন্ত ৮০ জন দাগি অপরাধীকে খতম করেছেন দয়া নায়েক। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার একজন বিশেষজ্ঞ হিসেবে দয়া কর্মরত।
সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনা...
সলমনের বাড়িতে কে বা কারা গুলি চালিেছে, সে বিষয়েও তদন্ত শুরু করেছে দয়া নায়েক। তাঁর তত্ত্বাবধানেই মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা এ বিষয়ে তল্লাশি শুরু করেছে।