টালা ব্রিজ (Photo Credits: Facebook)

কলকাতা, ২৮ সেপ্টেম্বর: পূর্ব ঘোষণা মতোই রবিবার থেকে টালা ব্রিজের (Tala Bridge) উপর ভারী গাড়ি যান চলাচল নিষিদ্ধ করল রাজ্য সরকার (West Bengal Gov)। ছোটো এবং পণ্যবাহী গাড়ি চললেও, তার গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটারের (10km/H) বেশি না রাখার কথা হয়েছে। তবে গাড়ির ওজন হতে হবে ৩ টনের কম। যাত্রী নিরাপত্তার স্বার্থে পরিবর্তন করা হয়েছে ওই ব্রিজের উপর দিয়ে যাওয়া একাধিক বাসের রুটও। কয়েকদিন আগে পরীক্ষার পর জানা যায় টালা ব্রিজ দাঁড়িয়ে রয়েছে বিপজ্জনক অবস্থায়। যে কোনও মুহূর্তে বড় কোনও অঘটন ঘটে যেতে পারে।

আনন্দবাজারের খবর অনুযায়ী, শুক্রবার রাজ্য পরিবহণ দফতরের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে একাধিক বাস এবং মিনিবাসের রুট পরিবর্তন করা হয়েছে। আবার সংক্ষিপ্তও করা হয়েছে একাধিক রুট। ব্রিজ বন্ধ থাকার সময়ে ওই পথ দিয়ে যাতায়াত করা পাঁচটি সরকারি বাসের রুটও বন্ধ করা হয়েছে। সেগুলি হল AC 17 C, 11 A, S14 C, M34, S58। পাশাপাশি বেশকিছু বাসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আরও পড়ুন: Durga Puja 2019: কলকাতার ট্যাংরার দাস বাড়িতে ১৫ দিন আগেই শুরু দুর্গা পুজো, দশমী নয় নবমীতেই পুজো শেষ এখানে

কলকতার সংবাদমাধ্যমগুলির খবর, আজই ব্রিজ পরিদর্শনে আসেন কলকাতার পুলিশ কমিশনার (Police Commissioner of Kolkata) অনুজ শর্মা (Anuj Sharma)। পুলিশ ও পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, ব্রিজ দিয়ে চলাচলকারী বেশ কিছু গাড়ি আর জি কর রোড হয়ে শ্যামবাজারের দিকে যাবে। আবার কিছু বাস ফুলবাগান, কাঁকুরগাছি হয়ে যাতায়াত করবে। বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের জেরে যান চলাচলের বিকল্প রুটের জন্য পুলিশ এবং পরিবহন বিভাগকে তৈরি করতে হয়েছে বিশেষ পরিকল্পনা। বাসগুলিকে পাইকপাড়া থেকে রাজা মণীন্দ্র রোড দিয়ে বেলগাছিয়া ফ্লাইওভারের দিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কিছু বাসকে চিৎপুর রোড দিয়ে বাগবাজার হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে এবং কিছু বাসকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । ব্যবহার করা হচ্ছে বালি ব্রিজ । এছাড়া কিছু বাসকে বালি ব্রিজ হয়ে GT রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ।কোন বাস কোন রুট দিয়ে যাবে তা জানা যাবে পরিবহন দফতরের ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হল: www.transport.gov.in