Photo Credits: Wikipedia

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি (WB Primary Recruitment Scam) মামলাটি গ্রহণ করার পর বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবেন। শুক্রবার যেন সেই কথাই রাখলেন কলকাতা হাইকোর্টের (Kolkata High court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)! এক লহমায় বাতিল করে দিলেন ২০১৬ সালের প্যানেল (2016 Primary Panel) অনুযায়ী প্রাথমিকে চাকরি পাওয়া ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের নিয়োগ। পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছেন আগামী তিন মাসের মধ্যে ওই শূন্য পদে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য। তাঁর এই রায়ের কথা প্রকাশ্যে আসার পরেই সরগরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি।

শুক্রবার এই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও জানান, নতুন করে যে শিক্ষকদের নিয়োগ করা হবে সেই প্রক্রিয়াটি (Recruitment process) পুরোপুরি ভিডিয়োগ্রাফি (videographed) করতে হবে। আর আগামী চার মাস নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা নিজেদের স্কুলে গুলিতে চাকরি করতে পারবেন। তবে তাঁরা বেতন পাবেন প্যারা টিচারের হারে। ২০১৬ সালের এই নিয়োগ দুর্নীতির জন্য পুরোপুরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকেই দায়ী করেছেন তিনি। প্রয়োজনে তাঁর থেকে টাকা নিয়ে প্যারা টিচারদের মাইনে দেওয়ার কথাও বলেন তিনি।

২০১৬ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল মোট ৪২ হাজার ৫০০ জনের। এর মধ্যে ৩৬ হাজার অপ্রশিক্ষিত প্রার্থী কম নম্বর থাকা সত্ত্বেও চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। তাঁদেরই নিয়োগ বাতিল করেছেন বিচারপতি। বাকিরা প্রশিক্ষিত হওয়ায় তাঁদের চাকরি বাতিল হয়নি। আরও পড়ুন: Recruitment Scam: পুর মামলায় ধাক্কা খেল রাজ্য সরকার, সিবিআই তদন্ত বহালের নির্দেশ হাইকোর্টের