FIFA World Cup (Photo Credit: X)

২০২৬ ফিফা বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জনের পথে অনেকটাই এগিয়ে রয়েছে আফ্রিকার ছোট্ট-গরীব দেশ কেপ ভের্দে (Cape Verde)। মাত্র ৫ লক্ষ ২৫ হাজার দেশকে আগামী বছর আমেরিকা, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপের মূলপর্বে দেখা যাবে। এই প্রথম কেপ ভের্দে-কে বিশ্বকাপে খেলতে দেখা যেতে পারে। আফ্রিকার যোগ্যতাপর্বে গ্রুপ ডি-তে এখন ৬টি দেশের মধ্য়ে শীর্ষে আছে কেপ ভের্দে ( ৬ ম্যাচে ১৩ পয়েন্ট)। সমসংখ্যাক ম্যাচ খেলে তাদের পিছনে রয়েছে ক্য়ামেরুন (১২ পয়েন্ট), লিবিয়া (৮)। গ্রুপের বাকি তিনটি দেশ মূলপর্বে ওঠার লড়াই থেকে ছিটকে গিয়েছে- অ্যাঙ্গোলা (৭), মরিসাস (৫) ও ইশওয়াতিনি। আর চারটি করে ম্যাচ খেলা বাকি আছে গ্রুপের সব দেশের।

গ্রুপের চ্যাম্পিয়ন দেশ সরাসরি ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে খেলবে। আর রানার্স দেশকে দ্বিতীয় রাউন্ডে যেতে মূলপর্বে খেলতে হবে। তাই সব এভাবে চললে কেপ ভের্দে-কে বিশ্বকাপের মূলপর্বে দেখা যেতে পারে।

বিশ্বকাপে খেলার পথে কেপ ভের্দে

আফ্রিকার এই দেশের জনসংখ্যার ৩৫ শতাংশই অতি দারিদ্রতার মধ্যে দিন কাটায়। কেপ ভের্দে-তে ফুটবলে কোনও পেশাদার লিগ নেই। কোনও ফুটবলারই পেশাদার নন।