Malaika Arora (Photo Credit: Instagram)

মুম্বই, ৪ এপ্রিল: কে বলবে তাঁর বয়স ৫০ পেরিয়েছে। যে বয়সে বেশিরভাগ মহিলা প্রৌঢ়ের তালিকায় চলে যান, সেখানে তিনি যেন ভরা যৌবনের প্রতীক। ৫১ বছর যখন চলছে, সেই সময় মালাইকা যখন সামনে এলেন শুক্রবার, তাঁকে দেখে আঁতকে ওঠেন আট থেকে আশির মানুষজন। বাঘছাল রঙের বডিকন টপের সঙ্গে শর্টস পরে মাল্লা (Malaika Arora) যখন ক্যামেরার সামনে হাজির হন, তা দেখে উষ্ণতায় হাসফাঁস করেন বহু মানুষ। ৫০ পেরিয়ে ৫১ৃ-তে হাজির হয়ে মালাইকা যেভাবে নিজেকে 'হট বম্ব' হিসেবে তুলে ধরনে সব সময়, তা যে বলিউড নায়িকাদের অনুপ্রেরণা, তা কার্যত স্পষ্ট।

সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মালাইকা অরোরার। বিচ্ছেদ নিয়ে এই জুটির কেউ মুখ খোলেননি। শোনা যায়, কোনও ব্যক্তিগত কারণেই দুজনের রাস্তা পৃথক হয়েছে। তবে অর্জুন এবং মালাইকা নিশ্চুপ থেকেছেন। নিজেদের সম্পর্কের মর্যাদা বজায় রেখেছেন।

আরও পড়ুন: Malaika Arora And Kumar Sangakkara Are In Love? শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারার সঙ্গে ডেট করছেন মালাইকা অরোরা? ভিডিয়ো দেখুন

দেখুন মালাইকার সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

অর্জুনের (Arjun Kapoor) সঙ্গে বিচ্ছেদের পর মালাইকাকে কখনও রহস্যজনক কোনও পুরুষের সঙ্গে দেখা যায়। আবার কখনও দিনো মোরিয়ার সঙ্গে তাঁর দেখা মেলে। সম্প্রতি শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারার পাশে বসে আইপিএল ম্যাচ দেখেন মালাইকা। যে ছবি প্রকাশ্যে আসার পর সাঙ্গাকারা কি মালাইকার সঙ্গে ডেট করছেন বলে প্রশ্ন তোলেন অনেকে। তবে এবারও মালাইকা একেবারে চুপ।

সম্পর্ককে ব্যক্তিগত স্তরে রাখতেই যে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন, তা বার বার প্রমাণ করেছেন। এবারেও তার অন্যথা হয়নি।