
Russell Brand Charged With Rape চারজন মহিলাকে ধর্ষণের অভিযোগে জনপ্রিয় কমেডিয়ান রাসেল ব্র্যান্ড-কে গ্রেফতার করা হল। এমটিভি থেকে বিবিসি-র জনপ্রিয় শো থেকে দুনিয়াজুড়ে বিখ্যাত হয়ে যাওয়া ৪৯ বছরের রাসেলের বিরুদ্ধে ৬ বছরের মধ্যে চার জনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রাসেলের বিরুদ্ধে গত কয়েক বছর বেশ কয়েকজন মহিলা শ্লীলতাহানির অভিযোগ করেন।
২০২৩ সাল থেকে রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে একাধিক মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, শ্লীলতাহানি, কাজে সুযোগের বিনিময়ে যৌনতার অফার করার অভিযোগে তদন্ত চলছে। সেই তদন্তের ভিত্তিতে বাফট পুরস্কারে মনোনিত রাসেল-কে গ্রেফতার করা হল।
জনপ্রিয় কমেডিময়ান রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
BREAKING 🚨 UK comedian and actor Russell Brand charged with rape: police pic.twitter.com/u2EydLmIKh
— Insider Paper (@TheInsiderPaper) April 4, 2025
তদন্তের রিপোর্ট বলছে, ১৯৯৯ সালে বার্নোমাউথে এক মহিলাকে ধর্ষণ, ২০০১ সালে লন্ডনের ওয়েস্টমিনিস্টার মহিলাকে ধর্ষণের অভিযোগের প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে। নিজের ইউ টিউব চ্যানেলে অবশ্য রাসেল ব্র্যান্ড বারবার দাবি করেন, তিনি কখনও কাউকে ধর্ষণ করেননি। তার জীবনের যাবতীয় যৌনতাই উভয় পক্ষের সম্মতিতেই হয়েছে। রাসেলের শো-তে গিয়ে যৌন হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তোলেন বেশ কয়েকজন মহিলা।