Boishakhi Mela 2025 in London (Photo Credits: X)

Boishakhi Mela 2025 in London:  বাংলা ক্যালেন্ডার একেবারে শেষলগ্নে। ১৪৩১ বিদায় নিয়ে আসতে চলেছে নতুন বছর, ১৪৩২। ইংরাজি ক্যালেন্ডারের পাতা সেই ডিসেম্বরে ফুরালেও বাঙালির কাছে নতুন বছর আসে পয়লা বৈশাখেই। এই বছর পয়লা বৈশাখ পড়েছে ১৫ এপ্রিল। তবে বাংলাদেশে তা একদিন আগে অর্থাৎ ১৪ এপ্রিল উদযাপিত হবে।

বাংলা নববর্ষ সম্রাট আকবরের সময়কাল থেকে উদযাপন শুরু হয়। তখন বাংলার কৃষকেরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূস্বামীদের খাজনা পরিশোধ করত।। এর পরের দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টি খাইয়ে আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হত। পরবর্তী সময়ে বৈশাখ উপলক্ষে যে মেলার আয়োজন করা শুরু হয়, সেই মেলাকে 'বৈশাখী মেলা' নামে নামকরণ করা হয়েছে। তবে বাংলাদেশিদের মধ্যে বৈশাখী মেলার প্রচলন রয়েছে ভীষণ ভাবে। ভারতীয় সংস্কৃতিতে এই মেলা এখনও সেভাবে প্রচলিত নয়।

টাইম স্কোয়ারে বৈশাখী মেলার উদযাপনঃ

কয়েকটি গ্রামের মিলিত এলাকায়, কোন খোলা মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলার (Boishakhi Mela)। মেলাতে থাকে নানা রকম কুটির শিল্পজাত সামগ্রীর বিপণন। থাকে নানারকম পিঠা পুলির আয়োজন। অনেক স্থানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থা থাকে। এই দিনের একটি পুরনো সংস্কৃতি হলো গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। যত সময় এগিয়েছে এই মেলা আরও উন্নততর হয়েছে। জাঁকজমক বেড়েছে।

লন্ডনে বৈশাখী মেলাঃ

কর্মসূত্রে আমেরিকা কিংবা ইংল্যান্ডে বাংলাদেশি সম্প্রদায়ের একটা বড় অংশ বসবাস করে। বিদেশের মাটিতেও ধুমধাম করে বৈশাখী মেলার আয়োজন করেন তাঁরা। খোলা ময়দানে পরিবার-পরিজন নিয়ে হাজার হাজার বাংলাদেশির সমাগম ঘটে। সারি সারি দোকান। হরেক রকমের খাবার থেকে শুরু করে প্রসাধনী সামগ্রীর দোকান। কেনাকাটা, খাওয়া দাওয়া ছাড়াও আমেরিকা কিংবা লন্ডনে বৈশালী মেলার মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান।