শুক্রবার হাইকোর্টে শুনানি ছিল অর্জুন সিংয়ের (Arjun Singh) গ্রেফতারি মামলার। কিন্তু এদিন রাজ্য সরকারের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না আদালতে। সেই কারণে মৌখিকভাব অর্জুন সিংয়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হল। পুলিশ প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল আগামী বুধবার পর্যন্ত অর্জুন সিংকে গ্রেফতার করা যাবে না। আগামী বুধবার রয়েছে এই মামলার শুনানি, ফলে ততদিন পর্যন্ত স্বস্তিতে রয়েছেন এই বিজেপি নেতা।
আদালত থেকে অর্জুন রক্ষাকবচ পেয়েছিলেন গত বুধবারেই
এর আগে নিম্ন আদালত থেকে অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল নিম্ন আদালত। তারপরেই তিনি তড়িঘড়ি ছোটেন হাইকোর্টে। সেখানে বুধবার তাঁর আগাম জামিন মঞ্জুর করেছিল। যার মেয়াদ ছিল শুক্রবার পর্যন্ত। কিন্তু এদিন রাজ্যের পক্ষ থেকে আইনজীবী না আসায় পিছিয়ে গেল শুনানির তারিখ। আগামী বুধবার কী হয় এখন সেটাই দেখার।
ঠিক কী কারণে অর্জুন সিংকে গ্রেফতার করতে চায় পুলিশ?
প্রসঙ্গত, গত ২৬ মার্চ রাতে জগদ্দলে অর্জুনের বাড়ি থেকে কিছুটা দূরে একটি জুটমিলের সামনে বোমাবাজি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজেপি নেতা অর্জুন সিং। তিনি আসার পরেই ঘটনাস্থলে চলে গুলি। ঘটনায় আহত হয় সাদ্দাম হোসেন নামে এক তৃণমূল কর্মী। এই ঘটনার পরদিনই পুলিশ অর্জুনকে জেরার জন্য তলব করে। অন্যদিকে হাজিরা এড়াচ্ছিলেন বিজেপি নেতা। তারপরেই তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা