NZ vs PAK ODI Series 2025 (Photo Credit: @CallMeSheri1/ X)

New Zealand National Cricket Team vs Pakistan National Cricket Team: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল তৃতীয় ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আগামীকাল (৫ এপ্রিল) মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে (Bay Oval, Mount Maunganui) ম্যাচটি আয়োজিত হবে। হোয়াইটওয়াশ এবং আরও দুর্দশা এড়াতে পাকিস্তানকে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে জিততেই হবে। আইপিএলের কারণে দলের কিছু তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও নিউজিল্যান্ড দেশের মাটিতে সিরিজে আধিপত্য বিস্তার করেছে। তারা প্রথম দুটি ম্যাচ যথাক্রমে ৭৩ এবং ৭৪ রানে জিতেছে। কিউই ব্যাটাররা হোম সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন। প্রথম ওয়ানডেতে তারা ৩৪০ অতিক্রম করে পাকিস্তানকে ২৭১ রানে গুটিয়ে দেয়। পরের খেলায় নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২৯৩ রানের টার্গেট দেয়। ফাহিম আশরাফ (Faheem Ashraf) ৭৩ রান এবং নাসিম শাহ (Naseem Shah) ৫১ রানের ইনিংস খেললেও ৮৪ রানে হেরে যায়। NZ vs PAK 3rd ODI Winning Prediction: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান সিরিজের শেষ ম্যাচে থাকছেন না মার্ক চ্যাপম্যান

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াডঃ ইমাম-উল-হক, বাবর আজম, আবদুল্লাহ শফিক, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, আকিফ জাভেদ, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, ইরফান খান, আবরার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ আলী।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডঃ রাইস মারিউ, নিক কেলি, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, মিচেল হে (উইকেটরক্ষক), নাথান স্মিথ, বেন সিয়ার্স, জ্যাকব ডাফি, উইলিয়াম ওরর্ক, উইল ইয়ং, টিম সেইফার্ট, আদিত্য অশোক।

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় ওয়ানডে ম্যাচ?

৫ এপ্রিল নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে (Bay Oval, Mount Maunganui) আয়োজিত হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় ওয়ানডে ম্যাচ।

কখন থেকে শুরু হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় ওয়ানডে ম্যাচ?

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আগামীকাল ভোর ৩ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ

সরাসরি টিভিতে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ ভারতে দেখবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-LIV) অ্যাপে