New Zealand National Cricket Team vs Pakistan National Cricket Team: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল তৃতীয় ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আগামীকাল (৫ এপ্রিল) মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে (Bay Oval, Mount Maunganui) ম্যাচটি আয়োজিত হবে। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? এই দুই দলের মধ্যে কার ঝুলিতে আসবে জয় এখানে সব জানানো হল। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আয়োজকরা। এদিকে পাকিস্তান এই সফরে তাদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। টি-টোয়েন্টি সিরিজ ১-৪ ব্যবধানে হারের পর ওয়ানডেতেও ০-২ ব্যবধানে হেরেছে তারা। কাল লজ্জার হাত থেকে দলকে বাঁচাতে হলে এগিয়ে আসতে হবে বাবর আজম (Babar Azam) এবং মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) মতো তারকাদের। NZ vs PAK 3rd ODI Dream11 Prediction: কাল নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ
Visuals from Mt Maunganui: Pakistan train for the next encounter against New Zealand 🏏#NZvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/BVwVyvAW7b
— Pakistan Cricket (@TheRealPCB) April 4, 2025
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের ভবিষ্যদ্বাণী
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের হেড টু হেডঃ
ওয়ানডেতে এখনও পর্যন্ত ১২১ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। এই ১২১টি ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৫৬ বার এবং পাকিস্তান জিতেছে ৬১ বার। একটি ম্যাচে কোনও ফলাফল আসেনি এবং আরেকটি ম্যাচ শেষ হয়েছে টাই।
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের টস ভবিষ্যদ্বাণী
মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালের পিচ ব্যাটিংয়ের জন্য ভালো বলেই পরিচিত। এই ভেন্যুতে এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ১৬টি জিতেছে প্রথমে বোলিং করা দলগ। ৩৭১ শ্রীলঙ্কার বিপক্ষে আয়োজক দলের এই ভেন্যুতে সর্বোচ্চ স্কোর করে। এই ম্যাচে সফলভাবে তাড়া করা সর্বোচ্চ স্কোর ৩০০। ভারতের বিপক্ষে আয়োজকরা এই রান তাড়া করে। সেই কারণে মনে হচ্ছে টস জিতে অধিনায়ক সম্ভবত প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবেন।
নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের স্কোরের ভবিষ্যদ্বাণী
প্রথম ইনিংস: ২৮৫-২৯৫ রান
দ্বিতীয় ইনিংস: ২৯০-৩০০ রান
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচে আমাদের Winning Prediction
এই ওয়ানডে সিরিজ নিউজিল্যান্ডের ঘরের মাঠে হওয়ায় তারা যথেষ্ট সুবিধা পেয়েছে। তাদের মূল খেলোয়াড়রা আইপিএল খেলতে চলে গেলেও এই দল পাকিস্তানের বোলারদের হিমশিম খাইয়ে দিয়েছে। পাকিস্তানের কোনো ম্যাচে সেরকম ফলাফল আসেনি। রিজওয়ান ছাড়াও তারকা ব্যাটসম্যান বাবরও শেষ দুই ম্যাচে লজ্জার হারের হাত থেকে দলকে বাঁচাতে পারেনি। এই সফরে এখন পর্যন্ত তাদের জন্য একমাত্র ইতিবাচক দিক হল সুফিয়ান মুকিমের পারফরম্যান্স, যিনি এখন পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে মাত্র দুটিতে খেলেছেন। তিনি যদি তার সেরাটা দেন নাহলে পাকিস্তানের বোলারদের ভরসায় ম্যাচ জেতা কঠিন। পাকিস্তানের টপ অর্ডার যদি কাল পাওয়ার প্লেতে উইকেট না হারায় তাহলে তাদের জয়ের ক্ষীণ সম্ভাবনা আছে, নাহলে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত।
Google বলছে, নিউজিল্যান্ডের জেতার সম্ভাবনা-৫৯% এবং পাকিস্তানের সম্ভাবনা-৪১%