NZ vs PAK, Dream11 Prediction (Photo Credit: @UmpireFourth/ X)

New Zealand National Cricket Team vs Pakistan National Cricket Team: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল তৃতীয় ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আগামীকাল (৫ এপ্রিল) মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে (Bay Oval, Mount Maunganui) ম্যাচটি আয়োজিত হবে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। কিউইরা ইতিমধ্যে ব্যাক-টু-ব্যাক জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। উদ্বোধনী ম্যাচে ৭৩ রানের জয়, তারপরে দ্বিতীয় খেলায় ৮৪ রানে পাকিস্তানকে বিধ্বস্ত করে নিউজিল্যান্ড। পাকিস্তানের ক্ষেত্রে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে গেছে। টপ অর্ডারের ধস থেকে শুরু করে অতিরিক্ত রান দেওয়া, এই সিরিজে সব কিছুই যেন তাদের হাতের বাইরে। মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) দল কাল চাইবে হোয়াইটওয়াশ এড়াতে। MY11Circle Winner: MY11Circle-এ ফিরল ভাগ্য, মাত্র ৪৯ টাকা লাগিয়ে কোটিপতি স্কুলছাত্র

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচের খুঁটিনাটি

আবহাওয়াঃ খেলা চলাকালীন আকাশ পরিষ্কার থাকবে না। আবহাওয়া বেশ ঠাণ্ডা থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া রিপোর্ট। সেই অনুযায়ী খেলা চলাকালীন সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম বেশী।

পিচ রিপোর্টঃ নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ বে ওভাল, মাউন্ট মাউঙ্গানুইতে আয়োজিত হবে। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ২৩৪ রান। এখানেই সর্বাধিক ওয়ানডে স্কোর ৩৭১/৭। নিউজিল্যান্ড ২০১৮-১৯ সালের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই স্কোর করে।

এই থেকে বোঝা যায় এখানকার পিচ বেশ ফ্ল্যাট যা ব্যাটসম্যানদের বাড়তি সুবিধা দেয়।

টসঃ এখানে এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ১৬টি রানের লক্ষ্য তাড়া করে জিতেছে। তাই এটা বোঝা যায় যে রান তাড়া করা দল এখানে বাড়তি সুবিধা পায়। যেহেতু পিচ ব্যাটসম্যানদের সুবিধা দেয়, তাতে আশা করা যায় টসে জেতা অধিনায়ক প্রথমে ফিল্ডিং করতে চাইবেন।

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচের Dream11 প্রেডিকশন

উইকেটরক্ষক: মহম্মদ রিজওয়ান, মিচেল হে

ব্যাটসম্যান: বাবর আজম, ড্যারিল মিচেল, নিক কেলি

অলরাউন্ডার: মাইকেল ব্রেসওয়েল, আগা সালমান, ফাহিম আশরফ, মহম্মদ আব্বাস

বোলার: জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, নাসিম শাহ

অধিনায়ক অপশন: মিচেল হে/ বেন সিয়ার্স

সহ-অধিনায়ক অপশন: মাইকেল ব্রেসওয়েল/ ফাহিম আশরফ