কলকাতা, ৪ এপ্রিল: এপ্রিল (April) পড়ে গিয়েছে। গরম বাড়ছে রাজ্যে (West Bengal Weather Update)। তবে বঙ্গ জুড়ে সেই চড়চড়ে গরম এখনও সেভাবে পড়েনি। শুক্রবার (Todays Weather) মালদা (Malda) এবং সিউড়ির (Suri) তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। রিপোর্ট অনুযায়ী, ৪ এপ্রিল মালদার তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণবঙ্গের সিউড়ির তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সবকিছু মিলিয়ে উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গের দুটি জায়গায় শুক্রবার তাপমাত্রা উর্দ্ধমুখী ছিল বলে জানা যায়।
দেখুন সেই আপডেট যেখানে দেখানো হয়, রাজ্যে আজ সর্বত্র তাপমাত্রা কোথায় কোথায় ছিল...
Today's realised Maximun temperature and its Departure from normal Dt. 04.04.2025 pic.twitter.com/CCaLLvnJXu
— IMD Kolkata (@ImdKolkata) April 4, 2025
তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে
বাংলায় তাপমাত্রা সহ্য সীমানার ভিতরে থাকলেও উত্তর ভারতের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ৬ দিন রাজধানী শহর দিল্লিতে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। ১০ এপ্রিলের ভিতরে দিল্লির তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে জানানো হয় হাওয়া অফিসের তরফে।
৪ এপ্রিল পর্যন্ত দিল্লিতে তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রির ভিতরে ঘোরাফেরা করে। ৫ এপ্রিল থেকে এই পরিস্থিতি খারাপ হতে শুরু করবে। ৫ এপ্রিল থেকে দিল্লিতে তাপপ্রবাহের সম্ভাবনা শুরু হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। তাপমাত্রা যেমন বাড়বে, তেমনি গরম হাওয়ার গতিও বৃদ্ধি পাবে দিল্লিতে।
হাওয়া অফিসের কথায়, ৫ এপ্রিল থেকে যে তাপপ্রবাহ শুরু হবে, তাতে কড়া রোদের সঙ্গে হাওয়ার গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার।
কোথায় কোথায় চলবে তাপপ্রবাহ
দিল্লির পাশাপাশি সৌরাষ্ট্র, কচ্ছ, দক্ষিণ হরিয়ানাতেও ৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলবে। ফলে প্রত্যেক রাজ্যের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় হাওয়া অফিসের তরফে।