কলকাতা, ৩ এপ্রিল: আগামী ৭ দিন গরমের (Summer) প্রকোপ তেমন থাকবে না রাজ্যে (West Bengal Weather Update)। আকাশ যেমন মেঘলা থাকবে, তেমনি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ৩ এপ্রিল যেমন রাজ্যের আকাশ মেঘলা (Cloudy Sky) ছিল তেমনি, ৪ এপ্রিলও আকাশের মুখ ভার থাকবে। শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন আকাশের মুখ ভার থাকবে তেমনি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ এপ্রিল আকাশের মুখ ভার থাকবে। তবে বৃষ্টির (Rain) সম্ভাবনা তেমন নেই।
দেখুন আগামী কয়েকদিনের পূর্বাভাস...
7 days forecast of #Capital City pic.twitter.com/vyn76MGpEd
— IMD Kolkata (@ImdKolkata) April 3, 2025
আবহাওয়া দফতরের কথায় ৬ এপ্রিল যেমন আকাশের মুখ ভার থাকবে, তেমনি বিভিন্ন জায়গায় জোরদার বজ্রবিদ্যুতের গর্জন শোনা যাবে। বৃষ্টিও পড়বে বলে জানানো হচ্ছে। ৭ এপ্রিল আকাশ কালো থাকবে। সেই সঙ্গে এক পশলা হালকা হতে পারে বলে জানা যাচ্ছে। ৮ এপ্রিল আকাশ মেঘলা যেমন থাকবে তেমনি বৃষ্টিও হবে বলে জানা যাচ্ছে। ৯ এপ্রিল এক, দু পশলা বৃষ্টিপাত হবে রাজ্যর বিভিন্ন জায়গায়। তেমনি রোদ যেমন কম থাকবে, আকাশও থাকবে কালো হয়ে।
অর্থাৎ আগামী ৫ দিন ধরে কলকাতা-সহ রাজ্যের আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন দেখা যাবে না বলেই জানা যাচ্ছে।