Rain Image (Photo Credit: Pixabay)

কলকাতা, ৩ এপ্রিল: গরমের (Summer) মাঝে মেঘলা আকাশ। রাজ্যের বহু জায়গায় এমনই আবহাওয়ার দেখা মিলছে। ফলে ভ্যাপসা গরমের মাঝে রোদ যখন কমছে, সেই সময় কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। মেঘ (Cloud) কাটলেই ফের গড়গড়ে গরমে হাসফাঁস করতে শুরু করেছেন প্রত্যেকে। গরমের মাঝে দু পশলা বৃষ্টিতে যেমন শান্তি মিলছে না, তেমনি কমছে না অস্বস্তিও। ফলে মানুষের হাসফাঁস রয়েই যাচ্ছে।

আবহাওয়া দফতরের (Weather Update) তরফ জানানো হয়েছে, আগামী ৫ দিন পশ্চিমবঙ্গের (West Bengal) আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। যে আবহাওয়া চলছে, ঠিক তেমনই থাকবে। অর্থাৎ গরমও বাড়বে। সেই সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টিপাত হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। এমন সতর্কতা জারি করা হয়েছে।

পরিবর্তন নেই আবহাওয়ার...

 

আরও পড়ুন: West Bengal Weather Update: আগামী কয়েক ঘণ্টায় নামতে পারে ঝেঁপে বৃষ্টি, স্বস্তির আশায় বঙ্গবাসী

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হলেও কলকাতা-সহ অন্য জায়গার তেমন ভেজার সম্ভাবনা নেই। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মানুষ তাই হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেলেও, তা বেশিক্ষণ থাকার কথা নয়। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগণাতেও কিছুটা হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গেের বেশ কিছু জেলায় অল্প বিস্তর বৃষ্টি হলেও যে খুব একটা স্বস্তি মিলতে পারে, তেমন কোনও ইঙ্গিত নেই।

পশ্চিমবঙ্গে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কেরল (Kerala), কর্ণাটক (Karnataka), তামিলনাড়ু (Tamil Nadu), তেলাঙ্গানা (Telanagna), দক্ষিণ মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়ে আগামী কয়েক ঘণ্টায় জোরদার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রদেশ, গোয়া এবং অন্ধ্রপ্রদেশেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।