Jannat Toha (Photo Credit: Facebook)

ঢাকা, ৪ এপ্রিল : এমএমএস লিক থেকে শুরু করে একের পর এক ভিডিয়ো পোস্ট। বাংলাদেশি ইনফ্লুয়েন্সার (Bangladesh Influencer) জন্নত তোহাকে (Jannat Toha) নিয়ে দর্শকদের মাতামাতি প্রায় তুঙ্গে। জন্নত তোহার এমএমএস যখন ভাইরাল হয়ে যায়, সেই সময় তাঁকে নিয়ে নেটিজেনদের মধ্যে আগ্রহ বাড়তে শুরু করে। ফলে নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, একের পর এক ভিডিয়ো আপলোড শুরু করেন জন্নত তোহা এবং তাঁর স্বামী। এবার ফের তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এল।

যে ভিডিয়ো পোস্ট করে জন্নত তোহা জানান, তাঁরা তাঁদের সন্তানের জন্য বাজার শুরু করেছেন। যে সন্তান জন্নতের গর্ভস্থ, তার জন্য ইতিমধ্যেই তাঁরা বাজার শুরু করেছেন বলে জানান। অর্থাৎ জন্নত তোহা অন্তঃসত্ত্বা হওয়ার পরপরই ওই দম্পতিকে দেখা যায়, সন্তানের জন্য বাজারঘাট সেরে ফেলতে। আর সেই ভিডিয়ো তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। গর্ভস্থ সন্তানের জন্য প্রথম কেনাকাটা তাঁরা শুরু করে দিয়েছেন বলে জানান বাংলাদেশের এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার জন্নত তোহা।

আরও পড়ুন: Viral Video Of Jannat Toha: 'জংলীর মত বরবাদ', ফের ছড়িয়ে পড়ল বাংলাদেশি ইনফ্লুয়েন্সার জন্নত তোহার ভিডিয়ো

দেখুন জন্নত তোহার সেই ভিডিয়ো...