Jannat Toha Viral Video: ফের নয়া ভিডিয়ো প্রকাশ্যে এল বাংলাদেশি (Bangladesh) ইনফ্লুয়েন্সার জন্নত তোহার (Jannat Toha)। যোখানে জন্নতের ফেসবুক হ্যান্ডেলে একটি নতুন ভিডিয়ো পোস্ট করা হয়। যেখানে স্বামীর সঙ্গে নয়া ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় জন্নতকে। নয়া এই ভিডিয়োতে স্বামী র সঙ্গে খুনসুটি করতে দেখা যায় জন্নত তোহাকে। সেই সঙ্গে তিনি 'বরবাদ' ছবি দেখতে যাবেন বলে স্বামীকে জানান।
প্রসঙ্গত বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের নয়া সিনেমা মুক্তি পেয়েছে ঈদে। পরপর দুটি সিনেমা মুক্তি পায় শাকিব খানের। যার একটির নাম বরবাদ। আর শাকিব খানের সেই ছবির কথা উল্লেখ করেই জন্নত তোহা (Jannat Toha Viral Video) জানান, তিনি বরবাদ দেখতে চান। তবে বাংলাদেশি ইনফ্লুয়েন্সারের স্বামী জানান, তিনি এই মুহূর্তে সিনেমা দেখতে যেতে চান না। যা শুনে কার্যত ক্ষেপে যান জন্নত তোহা। তিনি এই মুহূর্তেই সিনেমা দেখতে যেতে চান বলে স্পষ্ট প্রেমিককে জানিয়ে দেন। জন্নত তোহার সঙ্গে তাঁর স্বামীর এই খুনসুঁটির ভিডিয়োই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
দেখুন জন্নত তোহার ভিডিয়ো...
যে ভিডিয়ো জন্নত তোহার পেজে পোস্ট করে সেখানে ক্যাপশন যোগ করতেও দেখা যায়। যেখানে ক্যাপশনে লেখা থাকে, 'জীবন টা আমার জংলীর মত বরবাদ হয়ে গেছে বউ এর কাছে চক্কর খাইতে খাইতে।'