Protests Erupt in Ahmedabad Over Waqf Amendment Bill. (Photo Credits: X)

আমেদাবাদ, ৪ এপ্রিল: খোদ মোদী গড়ে ওয়াকফ বিল (Protests Erupt in Ahmedabad) নিয়ে বড় প্রতিবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের রাজধানী আমেদেবাদের রাস্তায় ওয়াকফ বিল ইস্যুতে প্রতিবাদ দেখালেন হাজার হাজার মুসলিমরা। এদিন দুপুরে বিল প্রত্যাহারের দাবিতে আমেদাবাদের অন্যতম ব্যস্ততম রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।বিক্ষোভকারীদের হাতে ছিল নয়া ওয়াকফ বিলের বিরোধিতা করে পোস্টার। নয়া ওয়াকফ বিলের বিরোধী স্লোগান দিতে দিতে তাঁরা আমেদাবাদের এক ব্যস্ততম রাস্তায় দাঁড়িয়ে যান। রাস্তা ফাঁকা করতে পুলিশ কর্মীরা বিক্ষোভকারীদের টেনে সরিয়ে নিয়ে যান।

দেশজুড়ে চলছে প্রতিবাদ

তবে শুধু আমেদাবাদ নয়, ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষও ছড়িয়েছে। দেশের নানা প্রান্তে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, দল এই বিলের বিরোধিতায় নেমেছে। সংসদে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে, এনসিপি, এনসি সহ ইন্ডিয়া জোটের বিভিন্ন  দল । আরও পড়ুন-ওয়াকফ সংশোধনী বিলকে চ্য়ালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে ওয়েইসি

আমেদাবাদের রাস্তায় ওয়াকফ বিলের প্রতিবাদ

 

কলকাতার পার্ক সার্কাসেও বড় বিক্ষোভ

ওয়াকফ বিলের বিরোধিতায় আজ, শুক্রবার দুপুরে কলকাতার পার্ক সার্কাসে একই রকম বিক্ষোভ করতে দেখা যায় বিভিন্ন মুসলিম সংগঠনগুলিকে। ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ পাশ হয়ে গিয়েছে সংসদের ভয় কক্ষে। এবার রাষ্ট্রপতির সই হলেই ওয়াকফ সংশোধনী বিলটি আইনে পরিণত হবে।