IPL 2025; ৪৩ বছর বয়সে দলকে নেতৃত্ব দিতে যেতে পারে এমএস ধোনি (MS Dhoni)-কে। দু'বছর পর চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সেই ঝলমলে হলুদ জার্সিতে নেতৃত্ব দিতে পারেন মাহি। গত ম্যাচে চোট পান চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়েড়। চোট না সারায় রবিবার চিপকে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে ম্যাচে ঋতুরাজ হয়তো খেলতে পারবেন না। যদিও কাল, রবিবার সকালে ঋতুরাজের খেলা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত যদি ঋতু না খেলতে পারেন, তাহল নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ক্রাইসিস ম্যান ধোনিকে রবিবার দুপুরে চিপকে হলুদ জার্সির ব্রিগেডকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। দলের প্রয়োজনে ধোনি আবার নেতৃত্ব দিতে রাজি হয়েছেন বলে খবর।
2023 আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিলেন ক্যাপ্টেন ধোনি
২০২৩ আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করানোর পর ধোনি সিএসকে-র নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। গত বছর আইপিএলে ধোনি খেলেছিলেন ঋতুরাজ গায়কোয়ড়ের নেতৃত্বে। এবার অক্ষর প্যাটেলের দলের বিরুদ্ধে ২০২৫ আইপিএলে চেন্নাইয়ের চতুর্থ ম্যাচে অধিনায়কের ভূমিকায় হয়তো ফিরবেন ধোনি।
আরও পড়ুন- আজ লখনৌয়ে নামছে মুম্বই, মাঠে নামবেন কি বুমরা!
অধিনায়ক ধোনির জন্য টিকিটের চাহিদা তুঙ্গে
রবিবার দুপুরে চিপকে ধোনি সিএসকে-র নেতৃত্ব দিতে পারেন, এমন খবর ছড়িয়ে পড়তেই চেন্নাই জুড়ে টিকিটের চাহিদা বেড়ে যায়। চলতি আইপিএলে বেশ ভাল খেলছেন ধোনি। উইকেটের পিছনে গ্লাভস হাতে দারুণ তিনটি স্ট্যাম্পের পাশাপাশি শেষের দিকে ব্যাট হাতে কিছু ক্যামিও খেলেছেন। যদিও মাহি অনেকটা পিছনে ব্যাটিং করতে নামায় সমালোচনা হচ্ছে। ৪ কোটি টাকায় ধোনিকে ধরে রেখে এবারের আইপিএলে খেলাচ্ছে ধোনি।