চোট সারিয়ে আইপিএলে (IPL 2025) মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indains)-এর সংসারে ফিরতে আরও সপ্তাহখানেক লেগে যাবে জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চলতি আইপিএলে আম্বানিদের মুম্বই এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ফেললেও, অভিযান শুরু হয়নি বুমরা-র। তাঁর অপেক্ষায় চাতক পাখির মত বসে মুম্বই ইন্ডিয়ন্স সমর্থকদের আরও অন্তত দুটি ম্যাচ অপেক্ষা করতে হবে। বুমরার চোট সেরে এলেও কোনও ঝুঁকি নিয়ে চান না হার্দিকরা। আসলে তাঁর যতটা গভীর মনে করা হয়েছিল, বিষয়টা তার চেয়ে জটিল তা ক্রমশ পরিষ্কার হয়।
কবে ফিরবেন বুমরা
ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর, মুম্বই ইন্ডিয়ন্সের আগামী দুটি ম্যাচে গুজরাটি তারকা পেসারকে পাচ্ছেন না হার্দিক পান্ডিয়া-রা। আজ, লখৌনয়ের একানা স্টেডিয়ামে লখনৌ সুপার জায়েন্সের বিরুদ্ধে তো বটেই, এরপর সোমবার ওয়াংখেড়ে-তে বিরাট কোহলিদের আরসিবি-র বিরুদ্ধে ম্যাচেও বুমরাকে পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ন্স। ফলে চলতি আইপিএলে প্রথম পাঁচটি ম্যাচে বুমরা-কে পাচ্ছেন না হার্দিকরা। ১৩ এপ্রিল, দিল্লির কোটলায় অক্ষর প্যাটেলের DC-র বিরুদ্ধে ম্যাচ থেকে ফিরতে পারেন বুমরা।
আজকের ম্যাচ থেকে বুমরা ছিটকে গেলেন
Jasprit Bumrah will miss MI's game tonight against LSG and is doubtful for their next match against RCB on April 7 ▶️ https://t.co/4gWOjQDj4h #IPL2025 pic.twitter.com/BtkAemymTq
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 4, 2025
বুমরার অনুপস্থিতে কারা খেলছেন
বুমরার অনুপস্থিতিতে ট্রেন্ট বোল্টের সঙ্গে নতুন বলে শুরু করছেন দীপক চাহার। ইডেনে নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে তার অভিষেক ম্যাচে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নজর কাড়েন অশ্বিনী কুমরা। ভাল বল করছেন বোল্ট, চাহারও। এমন সময় বুমরা যদি মুম্বইয়ের প্রথম একাদশে ফিরে যান