নয়ডা, ৩১ মার্চঃ বহুমূল্যের ল্যাম্বরগিনির (Lamborghini) ধাক্কায় পিষে গেল ফুটপাতে কাজ করা দুই শ্রমিক। দুর্ঘটনার জন্যে কোনরকম অনুশোচনা নয়, গাড়ির এমন ভয়ঙ্কর গতির কারণ জানতে চাওয়া হলে চালক আসন থেকে এক ব্যক্তি নেমে এসে বললেন, 'কেন কেউ মরেছে নাকি'। রবিবার উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৯৪-এর ঘটনা মনে করাচ্ছে চলতি মাসেই গুজরাটের ভাদোদরায় এক মদ্যপ যুবকের গাড়ি দুর্ঘটনার স্মৃতি। একটি নির্মাণাধীন ভবনের পাশে ফুটপাতের উপর দ্রুত গতির ল্যাম্বরগিনি উঠিয়ে দেন চালক। যার ফলে আহত হন ফুটপাতের উপরে কাজ করা দুই শ্রমিক। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে দীপক নামের এক ব্যক্তিকে। যিনি দুর্ঘটনার সময়ে গাড়িটি চালাচ্ছিলেন। বাজেয়াপ্ত করা হয়েছে বহুমূল্যের সুপারকার।
গ্রেফতারির পর দীপক জানান, ওই গাড়িটি তাঁর নয়। তিনি কেবল টেস্ট ড্রাইভ নিচ্ছিলেন। গাড়ির স্ক্রিনে কিছু যান্ত্রিক সমস্যা হচ্ছিল। সেদিকে লক্ষ্য দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। যদিও পুলিশের পালটা দাবি, কার্যত ঝড়ের গতিতে চলছিল ল্যাম্বরগিনি। সেক্টর ৯৪-এ পৌঁছে আচমকাই গাড়ি ফুটপাতের উপরে উঠে পড়ে। আহত দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই লালরঙা বিলাসবহুল ল্যাম্বরগিনির মালিক জনপ্রিয় এক ইউটিউবার, নাম মৃদুল তিওয়ারি (Mridul Tiwari)। গাড়িটি ইউটিউবার বিক্রি করতে চেয়েছিলেন। সেটি কিনতে চেয়েছিলেন গাড়ি ব্যবসায়ী দীপক। সেই জন্যে এদিন গাড়িটি নিয়ে টেস্ট ড্রাইভে বেরিয়েছিলেন। আর সেই সময়েই ঘটে দুর্ঘটনা। জিজ্ঞাসাবাদের জন্যে ইতিমধ্যেই ইউটিউবার মৃদুলকে তলব করেছে পুলিশ।