MI vs KKR IPL 2025: ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠান মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কলকাতার প্রথম একাদশে একটি পরিবর্তন- মইন আলি-র জায়গায় চোট সারিয়ে ফিরলেন সুনীল নারিন। গত বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি সুনীল নারিন।
প্রথম একাদশে ফিরলেন নারিন
নারিনের পরিবর্তে খেলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি। ওপেন করতে নেমে ৫ রানে রান আউট হন। তবে বল হাতে ২৩ রানে দুটি উইকেট নেন মইন। প্রথমে ব্য়াট করায় রঘুবংশী ও রমনদীপ দুজনকেই রাখা হয়েছে। ইমপ্যাক্ট সাব হিসেবে খেলার দ্বিতীয় ইনিংসে রঘুবংশীর পরিবর্তে বৈভব আরোরা-কে ব্যবহার করতে পারেন নাইট অধিনায়ক রাহানে।
প্রথম একাদশে নেই রোহিত শর্মা, অভিষেক অশ্বিনী কুমারের
অন্যদিকে, মুম্বইয়ের প্রথম একাদশে নেই রোহিত শর্মা। তবে দ্বিতীয় ইনিংসে রোহিতকে ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যবহার করতে পারে মুম্বই। মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে আজ অভিষেক হল পঞ্জাবের ২৩ বছরের বাঁ হাতি পেসার অশ্বিনী কুমার। প্রথম দুটি ম্যাচে হার দিয়ে শুরু করা হার্দিক পান্ডিয়ার দলের এবারের আইপিএলে এটাই ঘরের মাঠে প্রথম খেলা। গত আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে হোমও অ্যাওয়ে দুটি ম্য়াচেই জিতেছিল নাইট রাইডার্স।
প্রথমে ব্যাট করবে কলকাতা
Hardik Pandya won the toss & #MI will bowl first in their first home game! Here's a look at the Playing XIs 📝
MI 👉 Will Jacks & Ashwani Kumar come in
KKR 👉 Sunil Narine replaces Moeen Ali
Watch LIVE action ➡ https://t.co/SVxDX5nV7f#IPLonJioStar 👉 #MIvKKR | LIVE NOW on… pic.twitter.com/LP31OwF2HX
— Star Sports (@StarSportsIndia) March 31, 2025