
Uttarakhand: উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গার নাম বদলের পথে হাঁটল বিজেপি সরকার। পবিত্র রাজ্য হিসেবে পরিচিত উত্তরাখণ্ডের ১১টি জায়গার নাম বদল করল পুষ্কর সিং ধামি সরকার। হরিদ্বার, দেরাদুন, নৈনিতাল ও দুনে-এর বিভিন্ন জায়গা, রাস্তার নাম বদলের পিছনে মানুষের ভাবাবেগের যুক্তি দিল বিজেপি সরকার। বিরোধীরা বিজেপি সরকারের বিরুদ্ধে নাম বদলের রাজনীতি করার অভিযোগ তুলল।
সুলতানপুর থেকে কৌশ্যলা পুরী
হরিদ্বারের ঔরঙ্গজেবপুরের নাম বদলে রাখা হল শিবাজী নগর। সুলতানপুর পট্টিকে এবার দেখে বলা হবে কৌশ্যলা পুরী হিসেবে।
উত্তরাখণ্ডে ১১টি জায়গার নাম বদল
#Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami announced the change in the names of various places located in Haridwar, Dehradun, Nainital and Udham Singh Nagar districts. The Chief Minister said that the naming is being done in accordance with public sentiment and Indian… pic.twitter.com/DnBykbqtWV
— Argus News (@ArgusNews_in) March 31, 2025
'নবাবী নগর' বদলে রাখা হল 'অটল মার্গ'
নৈনিতালে নবাবী নগর বদলে নাম হল অটল মার্গ। দুনের মিনাওয়ালার নাম পরিবর্তন করে রাখা হল রামজিওয়ালা।