দিল্লি, ৩১ মার্চ: সদোজাত মেয়েকে (New Born Baby) ধর্ষণের পর খুন করল বাবা। শুনে অবাক হয়ে যাচ্ছেন তো? তবে দক্ষিণ আফ্রিকার (South Africa) এক সংবাদ মাধ্যমের তরফে এমনই একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করা হয়েছে। যে সংবাদ সংস্থার তরফে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার নাগরিক ৩৭ বছরের এক ব্যক্তি তার ৮ দিন বয়সী শিশু কন্যাকে প্রথমে ধর্ষণ করে। এরপর ওই ছোট্ট শিশুকে সে খুন করে। নিজের মেয়েকে খুনের ইচ্ছা না থাকলেও, হঠাৎই সে নৃশংস ঘটনা ঘটিয়ে ফেলে স্ত্রীর গরহাজিরায়। খুনের পর আদালতে দাঁড়িয়ে এমনই দাবি করে ওই ব্যক্তি।
দক্ষিণ আফ্রিকার বছর ৩৭-এর ওই ব্যক্তি নিজের সদ্যোজাত কন্যাকে এমনভাবে অত্যাচার করে যে তার মাখায় গুরুতর চোট লাগে। যার জেরে অকালেই প্রাণ যায় ওই শিশু কন্যার।
জানা যায়, ওই শিশুর মা মৌরিন ব্রান্ড তাকে রেখে বাজারে যায় ন্যাপকিনস কিনতে। বাড়ি ফেরার পর ছোট্ট মেয়ে আহত অবস্থায় পড়ে রয়েছে, এমন দৃশ্য তাঁর চোখে আসে। সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে মৌরিন হাসপাতালে যান। তবে হাসপাতালে ভর্তির পরপরই ওই শিশুর মৃত্যু হয় বলে জানা যায়। জানা যায়, শারীরিকভাবে অত্যাচারের পর তবেই ওই শিশুকে খুন করা হয়েছে।
পুলিশ হাজির হয়ে মৌরিনের স্বামীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় মৌরিনের স্বামী জানায়, সে তার শিশু কন্যাকে আঘাত করতে চেয়েছিল শুধুমাত্র। কিন্তু আঘাতের নাম করে সে ওই সদ্যোজাতর উপর যৌন হামলা চালায় এবং গুরুতর আঘাত করে ফেলে। শুধুমাত্র কাঁদানোর ইচ্ছা ছিল তার। তবে শিশুকে কাঁদানোর জায়গায় সে নির্মম অত্যাচার চালিয়ে ফেলে বলে পুলিশের কাছে স্বীকার করে।
শুধু তাই নয়, সদ্যোজাতর সঙ্গে মৌরিন তাকে একা রেখে যাওয়ায় ওই ব্যক্তি বিরক্ত হয়ে ওই নির্মম ঘটনা ঘটিয়ে ফেলে বলে পরে জেরায় স্বীকার করে।