Magical Spell from Ashwini Kumar. (Photo Credits: X)

MI vs KKR, IPL 2025: মুম্বইয়ে একেবারে খারাপ একটা ম্যাচ খেলল কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ন্স-এর বিরুদ্ধে সব বিভাগে ধরাশায়ী হয়ে ৮ উইকেটে হারল নাইটরা। রাহানেদের করা ১১৬ রান তাড়া করতে নেমে ৭৭ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিলেন হার্দিক পান্ডিয়া-রা । সহজ লক্ষ্যমাত্রার সামনে ওপেন করতে নেমে মুম্বইয়ের প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার রায়ান রিকেলটন দারুণ ইনিংস খেললেন। ৯ বলে ২৭ রানে অপরাজিত থেকে নাইটদের হারকে আরও খারাপ দেখালেন সূর্যকুমার যাদব। এই হারের ফলে পয়েন্ট তালিকায় সবার শেষে চলে গেল নাইটরা (৩ ম্যাচে ২ পয়েন্ট)। অন্যদিকে, তৃতীয় ম্যাচে খেলতে নেমে এবারের আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ন্স।

অভিষেকে বাজিমাত অশ্বিনীর

তবে আজকের হিরো প্রথমবার আইপিএল ম্যাচ খেলতে নামা মুম্বই ইন্ডিয়ন্সের পঞ্জাবী পেসার অশ্বিনী কুমার (Ashwani Kumar)। মোহালির ২৩ বছরের পেসার তাঁর প্রথম ম্যাচে ২৪ রান দিয়ে নিলেন ৪টি উইকেট। আইপিএলের ইতিহাসে অভিষেক ম্যাচে খেলা কোনও বোলারের এটাই সেরা স্পেল। অশ্বিনীর আগুনে স্পেলে ঝলসে আউট হলেন। অশ্বিনের বলে আউট হলেন রাহানে, রিঙ্কু, মণীশ পান্ডে ও আন্দ্রে রাসেল। এদিন জঘন্য ব্যাটিং করে মাত্র ৯৮ বলেই অল আউট হয়ে যায় কলকাতা। অথচ প্রথম ইনিংসেই ইমপ্যাক্ট প্লেয়ার নামিয়ে মোট ৯ জন ব্যাটারে খেলছিল নাইটরা। দেখুন প্রথম ইনিংসের রিপোর্ট

কলকাতা অল আউট ৯৮ বলে, মুম্বই রান তুলল ৭৭ বলে

 

৩০ লক্ষ টাকায় অশ্বিনীকে কিনেছিল মুম্বই

এবারের আইপিএলের নিলামে ৩০ লক্ষ টাকায় অশ্বিনীকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ন্স। প্রথম দুটি ম্যাচে তাঁকে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয়। এরপর এদিন কেকেআর-এর বিরুদ্ধে অন্ধ্রের পেসার সত্যনারায়ণের জায়গায় সুযোগ দেওয়া হয় মোহালির বাঁ হাতি পেসার অশ্বিনীকে। এরপর হার্দিক ম্যাচের চতুর্থ ওভারে বল করতে পাঠান তাঁকে। আইপিএলে করা তাঁর প্রথম বলে কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানাকে আউট করেন অশ্বিনী।

নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ- সান রাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে, বৃহস্পতিবার (৩ এপ্রিল)

নাইট রাইডার্সের পয়েন্ট- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, ২ পয়েন্ট (পয়েন্ট তালিকায় সবার শেষে)