Ashwani Kumar.(Photo Credits:X)

MI vs KKR, IPL 2025:  মুম্বইয়ে ভরাডুবি নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে একেবারে খারাপ ব্যাটিং করলেন আজিঙ্কা রাহানে-রা। অভিষেক আইপিএল ম্যাচে নেমে ৪ উইকেটের বিধ্বংসী স্পেল করে কলকাতাকে ঝলসে দিলেন অশ্বিনী কুমার (Ashwini Kumar)। হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে ৯ জন ব্যাটারকে নামিয়েও মাত্র ১১৬ রানে অল আউট হয়ে গেল নাইটরা। মাত্র ৯৮ বলে গুটিয়ে গেল নাইট রাইডার্সের ইনিংস। শুরু থেকে শেষ পর্যন্ত নাইটদের পুরো ব্যাটিং একসঙ্গে মুখথুবড়ে পড়ল। দলের ২ রানের মধ্যেই কেকেআর তাদের দুই ওপেনারকে হারিয়েছিল। ৪৫ রানের মধ্যে কলকাতার অর্ধেক ইনিংস গুটিয়ে যায়। ট্রেন্ট বোল্টের বলে সুনীল নারিন (০)-এর বোল্ড দিয়ে এদিন ওয়াংখেড়তে বিপর্যয়ের শুরু, শেষ হয় রমনদীপ সিং (২২)-এর আউট দিয়ে।

অভিষেক ম্যাচে ৪ উইকেট নিয়ে কামাল অশ্বিনী কুমারের

প্রথম ইনিংসেই ইমপ্যাক্ট সাব নামিয়ে মোট ৯ জন ব্যাটারকে নিয়েও মুখরক্ষা হল না নাইটদের। নারিন (০) থেকে রাজস্থান ম্যাচের নায়ক ক্যুইন্টন ডি কক (১), অধিনায়ক রাহানে (১১) থেকে সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার (৩), রিঙ্কু সিং (৩), আন্দ্রে রাসেল (৫)- সবাই ব্যর্থ হলেন। রঘুবংশী (২৬)-র জায়গায় মণীশ পাণ্ডে (১৪ বলে ১৯)-কে নামিয়েও তেমন লাভ হল না। পাওয়ার প্লেতে নাইটরা হারায় মোট ৪টি উইকেট। ৯৯ রানে ৯ উইকেট থেকে শেষ পর্যন্ত ১১৬-তে যাওয়ার পিছনে থাকল রমনদীপ সিং (১২ বলে ২২)-য়ের ইনিংস।

১১৬ রানে অল আউট নাইটরা

 

শুরু থেকে শেষ পর্যন্ত ভরাডুবি নাইটদের

২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে মুম্বইয়ের হিরো বনে গেলেন প্রথমবার আইপিএলে খেলতে নামা পঞ্জাবের ২৩ বছরের পেসার অশ্বিনী কুমার (৪/২৪)। অশ্বিনের বলে আউট হলেন রাহানে, রিঙ্কু, মণীশ পান্ডে ও আন্দ্রে রাসেল। দীপক চাহার দুটি উইকেট নেন। আইপিএলের অভিষেক ম্যাচে খেলতে নেমেই অশ্বিনের স্পেলটাই টুর্নামেন্টের ইতিহাসে অভিষেক ম্যাচে খেলা কোনও বোলারের সেরা স্পেল হয়ে থাকল।