Mamata Banerjee, TMC. (Photo Credits: Twitter)

কলকাতা, ১ ডিসেম্বর: কলকাতা পুরসভা নির্বাচনের প্রচার জোর কদমে শুরু হয়ে গিয়েছে। ভোটের আর বাকি ১৯ দিন মত। প্রচারের পক্ষে সময়টা খুব বেশি নয়। দেওয়াল লিখন জোর কদমে চলছে। পথসভাও শুরু হয়ে গিয়েছে। প্রচারের শুরুতেই ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দল যে আগামী কয়েক দিনের মধ্যে প্রচারের বহর, মাত্রা আরও বাড়াবে সেটা জানা কথা। তৃণমূল যেখানে জোর কদমে প্রচার শুরু করেছে, সেখানে বিজেপি এখনও ঠিকমত ঘর গোছাতেই পারেনি। বেহালা অঞ্চলের কথাই ধরা যাক। বেহালায় পশ্চিম বিধানসভার বেশিরভাগ দেওয়াল লিখনই তৃণমূলের। প্রার্থীদের নাম দেওয়াল জুড়ে। সেখানে বিজেপির দেওয়াল লিখন প্রায় চোখেই পড়ছে না। তবে গতকাল বিজেপি প্রার্থী ঘোষণা করার পর যে পদ্ম প্রচারে জোর আসবে সেটাই প্রত্যাশিত।

তবে বিধানসভা ভোটে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বামেরা কিন্তু পুরভোটের প্রচারে নজর কাড়ছে। দেওয়াল লিখনে সমানে সমানে লড়ার চেষ্টা চালাচ্ছে বামেরা। বাড়ি বাড়ি প্রচারেও যতটা সম্ভব জোর দিচ্ছেন সিপিআইএম কর্মীরা। রেড ভলেন্টিয়ারদের প্রার্থী করায় বাম কর্মীদের নিচু তলায় চাপা উতসাহ আছে। আরও পড়ুন: 'শখ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী হবেন, তাই বিক্ষুব্ধ নেতা ধরে পায়ঁতারা কষছেন' মমতাকে বিঁধলেন তথাগত

বিধানসভা ভোটে চমকপ্রদ সাফল্যের পর কলকাতা পুরভোটে যে তৃণমূলের জয়জয়কার হতে চলেছে তা নিয়ে কারও সন্দেহ নেই। এখন প্রশ্ন হল বিজেপি কি কলকাতা পুরভোটেও প্রদান বিরোধী দল হতে পারবে? বামেরা প্রচারটা যেভাবে শুরু করেছে, তাতে বিজেপির কাজটা সহজ হবে না। যদিও ২০১৯ লোকসভা থেকে হওয়া ভোটের ভিত্তিতে বামেদের থেকে অনেকটাই এগিয়ে বিজেপি। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের লক্ষ্য যদি হয় ১৩০টির বেশি ওয়ার্ডে জেতা, তাহলে বিজেপির লক্ষ্য হবে ৩০টি বেশি ওয়ার্ডে জেতা। বামেদের নজর হারানো ভোট ব্যাঙ্ক যতটা সম্ভব উদ্ধার করা।

কলকাতা পুরসভা নির্বাচনে আজ, বুধবার প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৪ ডিসেম্বর, শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কলকাতার পুরভোট হবে ইভিএমে। ভোট দেবেন ৪০ লক্ষেরও বেশি ভোটার। ৪৭৪২টি বুথে হবে ভোটগ্রহণ। ৩৮৫টি অক্সিলিয়ারি বুথেও হবে ভোটগ্রহণ।