WB Govt for Gangasagar Mela (Photo Credit: X@NilanjanDasAITC)

বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি, ২০২৫ থেকে ১৭ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত। পবিত্র পুণ্যস্নানের তারিখ ১৪ জানুয়ারি, মঙ্গলবার।

নবান্নে গতকাল গঙ্গাসাগর মেলা প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, রাজ্য পুলিশ, নৌসেনা, উপকূলরক্ষী বাহিনীকে বাংলাদেশ সীমান্ত ও সংলগ্ন জলপথে যৌথ নজরদারির পরামর্শ দিয়েছেন। মেলায় আসা পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ১ হাজার ১৫০টি লঞ্চের পাশাপাশি চলবে ৩২টি ভেসেল ও ৯টি বার্জ। সারা রাত ধরে চলা এই ভেসেলগুলিতে লাগানো হবে জিপিএস ট্র্যাকিং পদ্ধতি।

ধর্মতলা থেকে সাগর পর্যন্ত থাকছে ২’হাজার ৫০০ সরকারি বাস ও ২৫০টি বেসরকারি বাস। গত কয়েক বছর ধরেই রাজ্য সরকার গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার দুর্ঘটনা বিমার ব্যবস্থা করছে। ‌এবারেও তার ব্যতিক্রম ঘটছে না।উল্লেখ্য, এবারের গঙ্গাসাগর মেলা হবে ৮ই জানুয়ারী থেকে ১৭ই জানুয়ারী পর্যন্ত। মকর সংক্রান্তির বিশেষ পুণ্যস্নান চলবে ১৪ তারিখ ভোর থেকে ১৫ তারিখ ভোর পর্যন্ত।

এ বারের সাগর মেলায় আসা পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। মেলায় আসা ভিন রাজ্যের তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামী ১০ জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মেলা প্রাঙ্গণে মোতায়েন রাখা হচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ এবং সিভিল ডিফেন্সের দলও।