কলকাতা, ১ জানুয়ারি: হু হু করে বাড়ছে করোনা (Corona) সমক্রমণ। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন নোটিশের মাধ্যমে জানানো হয়, করোনা পরিস্থিতির দিকে নজর রেখে আগামী ৩ জানুয়ারি থেকে ভার্চুয়ালি কাজ হবে। শুধুমাত্র কলকাতা হাই কোর্টেই নয়, জেলা আদালতগুলিতেও একই পদ্ধতি অবলম্বন করা হবে।
প্রসঙ্গত, মাত্র সাত দিনে কলকাতা শহরে কোভিড সংক্রমণের হার প্রায় ২৪ শতাংশে (২৩.৪২) পৌঁছে গিয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ওই রোগীদের মধ্যে ১০ শতাংশের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে। বাকি ৯০ শতাংশের আরটিপিসিআর পরীক্ষা করানো হয়েছে। কলকাতার লাগোয়া হাওড়া শহরে সংক্রমণের হার প্রায় ১১ শতাংশ। এর মধ্যে ৩৮ শতাংশের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে। বাকি ৬২ শতাংশের কোভিড ধরা পড়েছে আরটিপিসিআর পরীক্ষায়। আরও পড়ুন: করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস
দেখুন টুইট
#Omicron: Calcutta High Court and district courts to function in virtual mode only from January 3, with certain exceptions pic.twitter.com/uNkAxShg2a
— ANI (@ANI) January 1, 2022
আর কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, সারা দেশে সংক্রমণের নিরিখে কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি সংক্রমণের হারের নিরিখে কলকাতার থেকে ১ শতাংশ এগিয়ে রয়েছে। উত্তরের ওই শহরে সংক্রমণের হার আপাতত ২৫ শতাংশ। তবে চিকিৎসকদের অনেকে মনে করছেন, কলকাতায় আরও বেশি পরীক্ষা করালে সংক্রমণের হারে লাহুল-স্পিতিকে ছাড়িয়ে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা!