Japan Megaquake: মায়নামারের ভূমিকম্পের ভয়াবহতা দেখে আঁতকে উঠেছে বিশ্ব। এরই মাঝে ভূমিকম্পের দেশ জাপানে মহাআশঙ্কার খবর। বিশেষজ্ঞদের নিয়ে গড়া কমিটির রিপোর্ট দেখে জাপানের সরকার জানাল, তাদের দেশে মহাভূমিকম্প হলে দেশের ২ লক্ষ ৯৮ হাজার মারা যাবেন। এর আগে ভূমিকম্প নিয়ে তৈরি হওয়া বিশেষ বিশেষজ্ঞ প্য়ানেল জাপানের সরকারের কাছে জানিয়েছিল, খুব শীঘ্রই জাপানে এমন এক বড় মাপের ভূমিকম্প ( রিখটার স্কেলে ৯ মাত্রার বেশী) ধেয়ে আসবে। সেই ভূমিকম্পের প্রভাবে জাপানে বড়মাপের সুনামিও হবে।
জাপানে মহাভূমিকম্পের সম্ভাবনা
ভূমিকম্প নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর দীর্ঘ গবেষণার পর জাপানের বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্তে এসেছে, যে তাদের দেশে মহাভূমিকম্প খুব শীঘ্রই আসবে। আর তার মোকাবিলা করতে জাপান সরকার উঠেপড়ে লেগেছে। সবার আগে জাপান সরকার খতিয়ে দেখছে, মহাভূমিকম্প এলে ঠিক কোথায়, কোথায়, কতটা ক্ষতি পারে। ভূমিকম্পের উদ্ধারকাজের জন্যও দেশজুড়ে বিশেষ দল গঠন করছে সরকার। গত বছর অক্টোবর থেকে জাপানে মহাভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে।
গত বছর জাপানে ভূমিকম্পের ভয়াবহ ভিডিয়ো
2. Impressive engineering. Japan’s Earthquake-Resistant Buildings are fascinating to watch in action! 🫨
— Raghu (@IndiaTales7) March 29, 2025
জাপানে মহাভূমিকম্পের সম্ভাবনা
NEW 🚨 Japan ‘megaquake’ could kill 298,000 people: govt https://t.co/S83xx5iIZp
— Insider Paper (@TheInsiderPaper) March 31, 2025
ভূমিকম্পের দেশ জাপান
গত বছর থেকেই জাপান সরকারের করা এক সমীক্ষা নিয়ে জোর জল্পনা চলছে। ২০২৪ সালের পয়লা জানুয়ারি জাপানের ইশিকাওয়া প্রদেশে ৭.৬ মাত্রার ভয়বাহ ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল সব কিছু। ভয়াবহ ভূমিকম্পের পর ছোট সুনামিও ধেয়ে এসেছিল। সাড়ে পাঁচশোরও বেশী মানুষ মারা যান। ভূমিকম্পে ক্ষতির মোট ৬.৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশী।