Layoffs, Representational Image (Photo Credit: Pixabay)

Nissan Layoffs: ফের আরও এক নামজাদা বহুজাতিক সংস্থা বড় সংখ্যক কর্মী বহিষ্কারের পথে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে বিশ্ব অর্থনীতির টলমল অবস্থার মাঝে এবার চাকরি হারানো খবর। জাপানি বহুজাতিক অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা নিসান (Nissan) বিশ্বব্যাপি তাদের আরও ১০ হাজার কর্মচারীদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। জাপানের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে, দুই দফা মিলিয়ে নিসানের মোট ২০ হাজার কর্মচারীকে বহিষ্কার করা হচ্ছে। নিসানের গাড়ি ব্যবস্থা বড় মন্দা দেখা দিয়েছে। তার প্রভাবেই একসঙ্গে এত লোক কর্মহীন হয়ে পড়বেন।

কেন এক সঙ্গে এত কর্মীকে বহিষ্কার করছে নিসান

নিসানের বছরে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। ক্ষতির রক্তরক্ষণ কমাতে কর্মী নিয়োগের পথে হাঁটছে জাপানের এই সংস্থা। ইলেকট্রিক গাড়ি কেনার প্রতি সাধারণ মানুষের আগ্রহ, তাদের গাড়িতে নতুনত্ব সেভাবে না পাওয়ায় ক্রেতারা নিসানের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে খবর। আরও পড়ুন-সালাল বাঁধের একটি মাত্র গেট খুলল ভারত, এবার শুকোবে পাকিস্তান?

নিসানের ২০ হাজার কর্মীর চাকরি যাওয়ার আশঙ্কা

বিশ্বের ১৯০টিরও বেশী দেশে নিসানের গাড়ি বিক্রি হয়

১৯০টি-রও বেশী দেশে নিসানের গাড়ির ক্রেতা রয়েছে। ১৬টি দেশে নিসানের গাড়ি তৈরি ফ্যাক্টরি রয়েছে। জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, মেক্সিকো, ইংল্যান্ড, চিন, দক্ষিণ আফ্রিকা ও ইউরোপের কিছু দেশে নিসানের গাড়ি তৈরির কারখানা রয়েছে। নিসানের ১০ হাজার কর্মী ছাঁটাই বিশ্বের এই সব দেশেই প্রভাব পড়তে পারে।