
২০২৫ যে মোটেও ভালো যাবে না, তা আগে থেকেই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা (Baba Vanga)। অবশেষে তা মিলতে শুরু করেছে। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এই বছরে প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক বিপর্যয় ঘটতে পারে। আর হলও তাই, বছরের শুরুতেই মায়নমার, থাইল্যান্ডে ভয়ঙ্কর ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এছাড়া তিনি ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন মেগা সুনামির। এমনকী আবারও মহামারীর থাবা পড়তে চলেছে গোটা বিশ্বে। সেই কথা ইতিমধ্যেই সত্যি প্রমাণিত হতে শুরু করেছে। করোনা কিন্তু আবারও সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছে।
ফলছে একের পর এক কথা
এমনকী তাঁর ভবিষ্যদ্বাণী ফলতে শুরু করেছে বিভিন্ন দেশেও। যেমন ভারতে পহেলগাম হামলা থেকে শুরু করে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা। এসবের কারণে অস্থির হয়ে পড়েছে গোটা সমাজ। কিন্তু কে এই জাপানের এক বিষ্ময়কর মহিলা বাবা ভাঙ্গা? তাঁর ভবিষ্যদ্বাণী কিন্তু আগেও ফলেছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, জাপানের এই মহিলা দুনিযা ছেড়ে চলে গিয়েছেন ১৯৯৬ সালে।
কে এই বাবা ভাঙ্গা?
১৯৯৬ সালে মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু তাঁর ভবিষ্যদ্বাণী বছরের পর বছর ফলে আসছে। সেই কারণে তাঁর জনপ্রিয়তা মৃ্ত্যুর পরে শুধু জাপানের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং গোটা বিশ্বে তাঁর নাম ছড়িয়ে পড়েছে। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এই বছরটা নাকি ভালো-মন্দ মিশিয়ে কাটবে। আর্থিক, সামাজিক ও প্রাকৃতিক দিক থেকে এই বছরে একের পর এক অঘটন ঘটবে।