ঈদের দিনে ;মন্নত' (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ(Eid Al-Fitr 2025)। আর ঈদের সকাল মানেই অভিনেত শাহরুখ খানের(Shah Rukh Khan) মুম্বইয়ের বাড়ি 'মন্নত(Mannat)' এর সামনে উপচে পড়া ভিড়। সকাল থেকেই একবার বাদশাহর দেখা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ভক্তরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হচ্ছে মন্নত সংলগ্ন রাস্তা। কারণ প্রতিবার ঈদের দিন 'মন্নত'-এর ব্যালকনি থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন শাহরুখ। ভক্তদের দিকে ছুড়ে দেন ভালবাসার চুম্বন। কখন দেখা দেবেন স্বপ্নের নায়ক? প্রহর গুনছেন ভক্তরা।

মন্নতের বাইরে উপচে পড়া ভিড়

প্রসঙ্গত, তবে এবার ঈদে কি একই ছবি ধরা পড়বে মন্নত-এর সামনে? কারণ কিছুদিন আগেই শোনা গিয়েছিল পরিবার নিয়ে ভাড়া বাড়িতে উঠছেন কিং খান। মুম্বইয়ের পালি হিলে দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। মন্নতের সংস্কারের জন্য কিছুদিন এখন খান পরিবারের ঠিকানা পালি হিলের ওই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। ই দুটি অ্যাপার্টমেন্টের একটির আয়তন ৬ হাজার বর্গফুট এবং অন্যটি সাড়ে চার হাজার বর্গ ফুট। অর্থাৎ দুটি মিলিয়ে মোট আয়তন সাড়ে ১০হাজার বর্গফুট, যা মন্নতের অর্ধেক। তবে কি বিশেষ দিনে মন্নত-এ দেখা যাবে কিং কে? আশায় বুক বাঁধছেন ফ্যানেরা।

ঈদের সকালে 'মন্নত'এর বাইরে জনসমুদ্র, দেখুন ভিডিয়ো