Tesla Car Fire: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ধনকুবের শিল্পপতি ইলন মাস্ক মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন। প্রশাসনিক খরচ কমাতে বৃদ্ধদের পেনশন থেকে স্বাস্থ্য ভাতা সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে কাঁটছাট, সরকারী কর্মীদের বহিষ্কার সহ নানা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মার্কিন আমজনতার রোষানলে পড়েছেন মাস্ক। দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মাস্কের সবচেয়ে বড় আয়ের উৎস টেসলা ইলেকট্রিক গাড়ি বয়কট করে তাকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিভোক্ষকারীরা। 'বয়কট টেসলা' আন্দোলন গোটা আমেরিকায় দাবানলের গতিত ছড়িয়ে পড়ছে। মাস্কের কোম্পানি টেসলার গাড়ির বিক্রি একেবারে তলানিতে ঠেকেছে, শেয়ারদরও রেকর্ড কমে গিয়েছে।
মাস্কের প্রিয় বন্ধু মেলোনির দেশে টেসলার গাড়িত আগুন ধরিয়ে বিক্ষোভ
মাস্ক বিরোধী আন্দোলন এত তীব্র জায়গায় চলে গিয়েছে যে দেশের বিভিন্ন জায়গায় টেসলার গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। তবে শুধু আমেরিকা নয় ইউরোপেও ছড়িয়ে পড়েছে মাস্ক বিরোধী আন্দোলন। মাস্কের ঘনিষ্ঠ বন্ধু প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র দেশ ইতালিতে টেসলা জ্বালিয়ে প্রতিবাদ জানানো শুরু হল। মাস্ক বিরোধী স্লোগান তুলে রোমের রাস্তায় পোড়ানো হল টেসলার ৮টি ইলেকট্রিক গাড়ি। রোমে টেসলার শো রুমের মোট ১৭টি গাড়ি ভাঙচুর হয় বলে জানানো হয়েছে।
রোমে জ্বলছে টেসলার গাড়ি
#Incendio in una concessionaria #Tesla a #Roma, danneggiate dalle fiamme 17 auto: le immagini dal drone delle vetture carbonizzate pic.twitter.com/XeTDoZN7oD
— Local Team (@localteamit) March 31, 2025
ক্ষোভের আগুনে ছারখার টেসলা
Sono state completamente carbonizzate gran parte delle 17 auto #Tesla coinvolte nell'incendio divampato nella notte tra domenica 30 e lunedì 31 marzo nella concessionaria dell'azienda americana nella zona est di #Roma pic.twitter.com/bzTW9cLsEu
— Local Team (@localteamit) March 31, 2025
মাস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশের আভ্যন্তরিন রাজনীতিতে নাক গোলানোর অভিযোগ উঠেছে মাস্কের বিরুদ্ধে। সম্প্রতি জার্মানির নির্বাচনে মাস্ক সরাসরি প্রচার করেন অতি ডানপন্থী দলের হয়ে। ইউরোপের বেশীরভাগ দেশের সরকারের বিরুদ্ধেই মাস্ক সরাসরি তোপ দেগে নিজের পছন্দের নেতাকে গদিতে বসানোর চেষ্টা করেন, বলে অভিযোগ।