MI vs KKR IPL 2025: ইডেনে আরসিবি-র বিরুদ্ধে খারাপ হার দিয়ে শুরুর পর গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দারুণ জয় পায় গতবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে, চলতি আইপিএলে একেবারে খারাপ শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ন্সের। চিপকে চেন্নাই সুপার কিংস ও আমেদাবাদে গুজরাট টাইটান্সের কাছে জঘন্য হার দিয়ে শুরু করে হার্দিক পান্ডিয়ারা সোমবার প্রথমবার তাদের ঘরের মাঠ ওয়াংখেড়েতে খেলতে নামছে।
কেকেআর তাদের প্রথম একাদশে কোনও বড় পরিবর্তন করতে চাইছে না। রাজস্থান ম্যাচে ছিটকে যাওয়া সুনীল নারিন চোট সারিয়ে মুম্বইই ম্যাচে প্রথম একাদশে ফিরতে পারেন। তবে দলের রত্ন নারিন-কে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ কেকেআর ম্যানেজমেন্ট। তাই নারিন পুরো ফিট না হলে মঈন আলিই খেলবেন। আরও পড়ুন: আজ মুম্বই ইন্ডিয়ান্স-কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কঠিন প্রতিযোগিতা
দুই দলের মুখোমুখি সাক্ষাত
মোট ম্যাচ: ৩৪
মুম্বই জয়ী: ২৩
কলকাতা জয়ী: ১১
গত আইপিএল দুটি সাক্ষাতেই মুম্বইয়কে যথাক্রমে ২৪ রানে ও ১৮ রানে হারিয়েছিল কলকাতা।
কেকেআর-এর সম্ভাব্য একাদশ-
কুইন্টন ডি কক, সুনীল নারিন (ফিট থাকলে)/মঈন আলি, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, স্পেনার্স জনসন, বৈভব আরোরা। (ইমপ্যাক্ট সাব- চেতন সাকারিয়া/রঘুবংশী অঙ্গকৃশ)
মুম্বই ইন্ডিয়ন্সের সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোবিন মিঞ্জ, নমন ধীর, দীপক চাহার, মিচেল স্যান্টনার/মুজিব উর রহমান, ট্রেন্ট বোল্ট, সত্যনারায়ণ রাজু। (ইমপ্যাক্ট সাব- রেসে টোপলে)