
দিল্লি, ৩১ মার্চ: তথ্য প্রযুক্তি কর্মীদের (IT Workers) পর এবার শিক্ষার্থী। প্রায় ৩০০ শিক্ষার্থীর ভিসা (Student Visa) বাতিল করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন (Donald Trump)। যাঁদের মধ্যে বেশ কিছু ভারতীয় পড়ুয়াও রয়েছেন বলে খবর। ভিসা বাতিল হওয়া পড়ুয়াদের মধ্যে ভারতীয়দের পাশাপাশি অন্য দেশের পড়ুয়ারাও রয়েছেন বলে খবর। তবে আতঙ্ক এখানেই শেষ নয়। আরও বেশ কিছু শিক্ষার্থীর ভিসা বাতিলের কাজ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফ করা হবে বলে খবর।
আমেরিকার বিরোধী কোনও কাজ করলেই, সেই শিক্ষার্থীর ভিসা বাতিল করা হচ্ছে। এক্ষেত্রে যে সেই শিক্ষার্থীকে শুধুমাত্র আমেরিকার সিদ্ধান্ত বিরোধী মিছিলে হাঁটতে হবে এমন নয়। আমেরিকার সিদ্ধান্ত বিরোধী মিছিলে না হেঁটেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে লাইক, শেয়ার, কমেন্ট করলেও সেই পড়ুয়ার ভিসা বাতিল হবে তিনি প্রশাসনের নজরে পড়লে।
মার্কো রুবিও নামে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, তাঁরা প্রতিদিন এই ধরনের পড়ুায়াদের খুঁজছেন। দেশ বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যাঁদের যোগ রয়েছে। এমনকী ওই সমস্ত পড়ুাদের 'বেকার মস্তিষ্ক' বলেও কটাক্ষ করেন ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা মার্কো রুবিও।
রুমেসা ওজট্রাক নামে এক তুর্কীর পড়ুয়াকে সম্প্রতি গ্রেফতার করে ট্রাম্প প্রশাসন। রুমেসা গাজার হয়ে প্রতিবাদ করায়, তাঁকে বস্টনের রাস্তর উপর থেকে মার্কিন প্রশানেরএক কর্মী তুলে নিয়ে যন মুখে মাস্ক পরে। রুমেসার ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। রুমেসার আটকের পরপরই জানা যায়, মার্কন প্রশাসনের তরফে এবার ৩০০ পড়ুয়ার ভিসা বাতিল করা হয়েছে।