আলিপুরদুয়ার কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। (File Photo)

বোলপুর:‌ (Bolpur) রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকিতেনের (Shantiniketan)দৌলতে বোলপুরের নাম বিদেশেও পরিচিত। সারা বছরই এখানে দেশ বিদেশের পর্যটকদের আনাগোনা লেগে থাকে। এই লোকসভা কেন্দ্রের আর একটি দিক কেতুগ্রাম, মঙ্গলকোট, নানুরে রাজনৈতিক সন্ত্রাস দৈনন্দিন ঘটনার মতোই হয়ে গিয়েছে।

বিধানসভা কেন্দ্র:‌ কেতুগ্রাম,মঙ্গলকোট,আউশগ্রাম,বোলপুর,নানুর,লাভপুর,ময়ুরেশ্বর

বরাবরই সিপিএমের গড় হিসেবেই পরিচিত ছিল বোলপুর লোকসভা কেন্দ্র। সিপিএমের বহিষ্কৃত নেতা এবং প্রাক্তন স্পিকার সোমনাথ চ্যাটার্জি (Somnath Chaterjee)টানা সাতবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তারপরে তাঁর জায়গা নেন রামচন্দ্র ডোম। (Ramchandra Dom)তিনিও ২০০৯ সাল পর্যন্ত টানা জিতেছেন এই কেন্দ্রে।

বোলপুরে কঠিন লড়াই। (Photo Credit: LatestLY)

২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল

অনুপম হাজরা(‌তৃণমূল কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৬৩০,৬৯৩(Anupam Hazra)

রামচন্দ্র ডোম(‌সিপিএম)‌—প্রাপ্ত ভোট ৩৯৪,৫৭৯

কামিনী মোহন সরকার(‌বিজেপি)‌—প্রাপ্ত ভোট ১৯৭,৪৭৪

তপন কুমার সাহা(‌কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৪৬,৯৫৩

২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী তালিকা

অসিত কুমার মাল(‌তৃণমূল কংগ্রেস)‌

রামচন্দ্র ডোম(‌সিপিএম)‌

রাম প্রসাদ দাম(‌বিজেপি)‌

মন্তব্য:‌ এবার একেবারে নতুন প্রার্থী দিয়েছে তৃণমূল। অনুপম হাজরা বিজেপিতে যোগদানের পর এই কেন্দ্র নিয়ে একটু দুশ্চিন্তায় রয়েছে শাসক দল।