EleSense LIV (Photo Credit: X@@vfaes_org)

উত্তরবঙ্গের রেললাইনে মাঝে মধ্যেই হাতি কাঁটা পড়ার খবর পাওয়া যায়। গত কয়েকবচরে জলপাইগুড়ি জেলার চাপরামারি জঙ্গলে হাতি এবং রেলের সংঘর্ষে বহু হাতি মারা পড়ছে।এবার হাতি মৃত্যুরোধে বন দফতর এবং রেল দফতর যৌথ উদ্যোগে  একটি আধুনিক এ আই  ডিভাইস 'এলিসেন্স লাইভ' (AI Device EliSense Live)ডিভাইস তৈরি করা হয়েছে। সেই ডিভাইস 'কৃত্রিম বুদ্ধিমত্তার' মাধ্যমে হাতি রেললাইন পার হওয়ার সময় রেল দফতরকে এবং বন দফতর সতর্ক করবে।

জলপাইগুড়ি চাপরামারী জঙ্গলের মধ্যে সম্প্রতি এআই ডিভাইসটি স্থাপন করা হয়েছে। যদি হাতি রেললাইন বা তার পাশের এলাকায় চলে আসে, তাহলে এটি অটোমেটিকভাবে বন দফতর এবং রেল দফতকে এসএমএস পাঠিয়ে সতর্ক করে দেয়। এর পাশাপাশি, ডিভাইসটি ক্যামেরার মাধ্যমে হাতি বা অন্য কোনও বন্যপ্রাণী রেললাইনের কাছে আসার বিষয়টি ছবির মাধ্যমে রেকর্ড করে এবং সংশ্লিষ্ট দপ্তরকে জানাবে।

উত্তরবঙ্গের মুখ্য বন আধিকারিক জানিয়েছেন, এ ধরনের ডিভাইস চাপরামারীর হাতি করিডোরের ১৮টি পয়েন্টে বসানো হয়েছে। এতে হাতির মৃত্যুর ঘটনা কমে আসবে বলে আশা করা যাচ্ছে। এর আগে ২০২৩ সালে হাতি এই এলাকায় মারা যায়। ২০২২ সালে প্রথম ডিভাইসটি চালু হওয়ার পর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে পুরোপুরি হাতি মৃত্যুর সমস্যা সমাধান হবে মনে হচ্ছে।

পরিবেশপ্রেমী সংঙ্গীতা আইয়ার এই প্রকল্পের ওপর নজরদারি রেখেছেন এবং ডিভাইসটির নির্মাণের জন্য অর্থ প্রদান করেছেন। অপরদিকে, কৌস্তুভ চৌধুরী, যিনি এই প্রজেক্টের সঙ্গে জড়িত, জানিয়েছেন যে আগের ডিভাইস শুধুমাত্র রেল দপ্তরকে সিগন্যাল পাঠাত, তবে নতুন ডিভাইসটি বন দপ্তরকেও সতর্ক করবে বলে