কলকাতা, ২৩ ডিসেম্বর: কলকাতার এজেসি বোস উড়ালপুলে (AJC Bose Flyover) উল্টে গেল গাড়ি। দুর্ঘটনায় আহত কমপক্ষে ২৪। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে। কয়েকজনকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা যাচ্ছে, দ্রুত গতিতে উড়ালপুল দিয়ে যাওয়ার সময় উল্টে যায় একটি ছোটো মালবাহি গাড়ি। ওই গাড়িতেই ছিলেন সকলে। আরও পড়ুন: Agnimitra Paul Show Caused By BJP মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পালকে শো-কজ রাজ্য বিজেপির
২৪ ঘণ্টার খবর অনুযায়ী, পুলিশ সূত্রে খবর, গাড়িটি কোনও অনুষ্ঠানবাড়ি থেকে ফিরছিল।সম্ভবত কোনও শ্রাদ্ধানুষ্ঠানের কাজে গঙ্গায় যাচ্ছিল গাড়িটি। তখনই বাংলাদেশ হাইকমিশনের সামনে পাল্টি খায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই গাড়িতে ২৫ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে সাময়িক যানজট তৈরি হয়েছে।