ওয়াশিংটন, ৩১ জানুয়ারি: দাউ দাউ করে জ্বলছে। কাছাকাছি যাওয়া দুষ্কর। অগত্যা দূর থেকে ছবি তোলাই বাঞ্চনীয়। উচ্চক্ষমতাসম্পন্ন টেলিস্কোপে একেবারে কাছ থেকে ধরা দিল সূর্য (Sun)। সৌজন্যে হাওয়াইয়ের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সোলার টেলিস্কোপ। তার লেন্সেই এই প্রথম সামনে এসেছে সূর্যের পৃষ্ঠের পুঙ্খানুপুঙ্খ চিত্র। যা সৌরজগৎ সম্পর্কে গবেষণায় অনেকটাই সাহায্য করবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। হাওয়াইয়ের National Science Foundation’s Daniel K. Inouye Solar Telescope-এ ধরা পড়েছে সূর্যের এখনও পর্যন্ত সবচেয়ে কাছের ছবি।
ছবিতে দেখা যাচ্ছে, ফুটছে সূর্যের প্লাজমা (Plasma) কোষগুলি। তার উপরে ফুটন্ত গ্যাস অথবা লাভার আস্তরণ। যেখানে ভিতর থেকে তাপ বাইরে বেরিয়ে আসছে। আর ঠান্ডা কোষগুলি ঢুকে যাচ্ছে ভিতরে। সূর্য প্লাজমার (বৈদ্যুতিক গ্যাস) একটি বিশাল বল। যা বহু শতাব্দী ধরে দূরবীন দিয়ে এবং উপগ্রহের মাধ্যমে কয়েক দশক ধরে পর্যবেক্ষণ করা হয়ে আসছে। তবে এতদিন সেই ছবি স্পষ্ট ছিল না। আরও পড়ুন: Chandrayaan 3: চাঁদে পাড়ি দেওয়ার জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছে চন্দ্রযান-৩, জানালেন ইসরোর প্রধান কে সিভান
ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ডিরেক্টর ফ্রান্স করদোভা বলেন, 'আমরা ভূমিতে থাকা টেলিস্কোপ নিয়ে কাজ শুরু করেছিলাম। তাই প্রথম ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। এখনও পর্যন্ত এটাই সবচেয়ে নিখুঁত ছবি। সূর্যের করোনার ভিতরে চৌম্বকীয় ক্ষেত্রের মানচিত্র তৈরিতেও আমাদের সাহায্য করবে এই টেলিস্কোপ। এখানেই সৌরকম্পন হয়, যা বিশ্বের জীবনের উপর প্রভাব ফেলে।'