
নয়াদল্লিঃ বলিউড(Bollywood) বাদশাহ শাহরুখ খানের(Shah Rukh Khan) জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল কম নয়। এবার শাহরুখ ভক্তদের জন্য আরও একটি খবর। হদিশ মিলল কিং খানের আরও দু'টি অ্যাপার্টমেন্টের(Apartment)। শোনা যাচ্ছে, মুম্বইয়ের সবচেয়ে অভিজাত এলাকা পালি হিলে দু'টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন বলিউড বাদশাহ। যার জন্য প্রতি বছর ৮.৭ কোটি টাকা ভাড়া দেবেন অভিনেতা।
মুম্বইয়ে বাড়ি ভাড়া নিলেন শাহরুখ খান
ডেটা অ্যানালিটিক্স ফার্ম 'জ্যাপকির' মতে, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি এই দুটি অ্যাপার্টমেন্টের চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে দুটি অ্যাপার্টমেন্ট থেকে পাওয়া মোট ভাড়া বছরে ৮.৭ কোটি টাকা। মোট ৩৬ মাসের চুক্তি স্বাক্ষর হয়েছে। এই অ্যাপার্টমেন্টগুলো পরিচালক রকুল প্রীত সিংয়ের স্বামী জ্যাকি ভাগনানি এবং তাঁর বড় বোন দীপশিখা দেশমুখের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে বলে খবর। কিন্তু কেন এই দু'টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন অভিনেতা তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অনুমান, কাজের জন্যই তা ভাড়া নেওয়া হয়েছে।
২ টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিলেন শাহরুখ খান
Shah Rukh Khan Rents Out Two Apartments For Rs 8.67 Crore Over 3 Years https://t.co/j19xLAgAmB pic.twitter.com/UAx0ruYIUL
— NDTV (@ndtv) February 20, 2025