Eknath Shinde (Photo Credits: X)

নিজের অতীতের সরকার ফেলার কথা মনে করিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফদনবিশকে বার্তাও পাঠালেন শিবসেনা প্রধান একনাথ শিন্ডে। রাজনৈতিক মহলের ধারণা, দেবেন্দ্র ফদনবিশের কোনও এক কাজে বিরক্ত হয়ে একনাথ শিন্ডে আসলে ঘুরিয়ে সরকার ফেলারও হুমকি দিলেন।

শিন্ডের বাক্যবাণ

নাগপুরে দেবেন্দ্র ফদনবিশের গড়ে দাঁড়িয়ে একনাথ শিন্ডে বললেন, " আমাকে হাল্কাভাবে নিলে ভুল হবে। আমি বালা সাহেবের পার্টির একজন কর্মী। আমায় অতীতে যারা হাল্কাভাবে নিয়েছে তারা দেখেছে ২০২২ সালে আমি কীভাবে সরকার উল্টে দিয়েছিলাম। এরপর আমি সাধারণ মানুষের ইচ্ছাপূরণের সরকার গড়েছিলাম। আমি বিধানসভার প্রথম ভাষণে বলেছিলাম, দেবেন্দ্র ফদনবিশ ২০০টি-র বেশী আসন জিততে পারে। সেখানে আমরা ২৩২টি আসনে জিতলাম। তাই আমি বলি আমায় হাল্কাভাবে নেবেন না। আমার এই ইঙ্গিত যারা বুঝতে চাইবেন, তাদের বোঝা উচিত। আমি আমার কাজ চালিয়ে যাবো।"

দেখুন কী বললেন একনাথ শিন্ডে

 

বঞ্চিত শিন্ডে

অনেক জেদের পরেও মহারাষ্ট্রের সিংহাসন তিনি পাননি। এনডিএ-র বিশাল বড় জয়ের পর একনাথ শিন্ডে শিন্ডেকে মহারাষ্ট্রের সিংহাসনে বসানো হয় বিজেপির দেবেন্দ্র ফদনবিশকে। একনাথ শিন্ডে এখন দেবেন্দ্র ফদনবিশের ডেপুটি। যেটা ভোটের আগে ছিল ঠিক উল্টোটা।

শিন্ডে কি সরকার ফেলার মত জায়গায় আছেন

বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি একসঙ্গে জোট করে মহরাষ্ট্র বিধানসভা নির্বাচন ২২৪-এ মোট ২৩২টি আসনে জেতে। তার মধ্যে বিজেপি জেতে ১৩২, শিবসেনা (শিন্ডে) ৫৭টি ও অজিত পাওয়ারের এনসিপি ৪১টি আসনে। বিরোধীদের জোট সেখানে পায় মাত্র ৪৬টি আসন। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়তে লাগে ১৪৫ জন বিধায়ক। মারাঠা ভূমে একনাথ শিন্ডের সমর্থন ছাড়াও বিজেপি সরকার চালিয়ে যেতে পারবে। কিন্তু অজিত পাওয়ারও যদি শিন্ডের মত বিজেপিকে ছেড়ে যান সেক্ষেত্রে মহারাষ্ট্রে ফদনবিশের সরকার পড়ে যেতে পারে।

তেমন সম্ভাবনা নেই

এত বড় কিছুর অবশ্য তেমন সম্ভাবনা নেই। অনেকেই বলছেন, আমায় হাল্কাভাবে নেবে না-র কথা বলে শিন্ডে আসলে ফদনবিশকে একটু সাবধান বাণী শুনিয়ে রাখলেন।