Representative Image (Photo Credit: File)

ট্যাংরার পর এবার বীরভূম (Birbhum)। ফের রহস্যজনকভাবে একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে  মল্লারপুর ও মহম্মদবাজার থানা এলাকার সংযোগস্থল ম্যানেজারপাড়ায় একটি বাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে এক মহিলা ও তাঁর দুই সন্তানের রক্তাক্ত দেহ। পুলিশসূত্রে খবর, দেহগুলি মাথায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে। যদিও দেহ উদ্ধারের সময় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তদন্তকারীদের। তবে পরবর্তীকালে তাঁদের বুঝিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। গোটা ঘটনাটি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।

স্বামী কর্মসূত্রে বাইরে থাকতেন

জানা যাচ্ছে, মৃতদের নাম লক্ষ্মী মাড্ডি (২৫), তাঁর মেয়ে  রূপালী (১০) ও ছেলে অভিজিৎ (৮)। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁদের খুন করা হয়েছে। যদিও ঘটনার সময় এলাকায় সন্দেহজনক কিছুই দেখতে পারেননি তাঁরা। এমনকী মৃতের লালু মাড্ডি কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন। তাঁকেও খবর দেওয়া হয়েছে।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

যদিও এটা খুন নাকি আত্মহত্যার ঘটনা, তা এখনও পরিস্কার নয়। সূত্রের খবর, ঘরের মেঝেতে পড়েছিল নাবালকের দেহ এবং খাটের ওপর ছিল দুজনের দেহ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।