নয়াদিল্লি: তাঁদের উপযোগী কোনও কাজ নেই (Lack of Availability of Roles)! এই কারণ দেখিয়ে ২০ শতাংশ অর্থাৎ ৪০ জন কর্মীকে ছাঁটাই করছে (Laid Off) শিক্ষামূলক Educational) সোশ্যাল মিডিয়া (social media) প্ল্যাটফর্ম রেলেভেল (Relevel)। এডটেক প্ল্যাটফর্ম আনঅ্যাকাডেমির (Edteach platform Unacademy) নিয়ন্ত্রণাধীন এই সংস্থার তরফে জানানো হয়েছে, তারা শিক্ষা সংক্রান্ত পরিষেবা ব্যবসা থেকে তাদের লক্ষ্য (focus) পণ্য পরীক্ষা (tests product) করার অ্যাপ (App) তৈরি বিষয়ে ঘুরেছে। যাতে উপযোগী কোনও কাজ নেই ওই কর্মীদের। সেই কারণেই তাঁদের ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, এই বিষয়ে সংস্থার অভ্যন্তরীণ চিঠিতে কোম্পানির মনোভাবের কথা প্রকাশ করেছেন আনঅ্যাকাডেমির সহ-প্রতিষ্ঠাতা (Co-Founder) এবং চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) গৌরব মুঞ্জল (Gaurav Munjal)। তিনি জানিয়েছেন রেলেভেলের ৮০ শতাংশ কর্মীকে আনঅ্যাকাডেমি গ্রুপের অন্য ব্যবসাতে নিয়োগ করা হবে।
এপ্রসঙ্গে তিনি লিখেছেন, "আমাদের ২০ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে বাধ্য হতে হচ্ছে কারণ নতুন কাজে তাঁদের কাজ করার কোনও অবকাশ নেই। তবে নতুন অ্যাপে যাঁরা কাজ করবেন গত নভেম্বর মাস পর্যন্ত তাঁরা সংস্থা থেকে যা সুযোগ-সুবিধা পেতেন তাই পাবেন। আসলে রেলেভেল শিক্ষা সংক্রান্ত ব্যবসা বন্ধ করে আগামী মাসগুলিতে পণ্য পরীক্ষা ও নতুন লঞ্চ করা নেক্সটলেভেল (NextLevel) অ্যাপটির দিকে পুরোপুরি মনোনিবেশ করছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"