রাশিয়ার পতাকা (Photo Credits: Pexels)

লুসানে, ৯ ডিসেম্বর: টোকিও অলিম্পিক্সে ৪ বছরের জন্য দেখা যাবে না রাশিয়াকে (Russia)। শুধু অলিম্পিক্স নয়, সব ধরনের স্পোর্টিং ইভেন্ট থেকেই রাশিয়াকে ওই নির্দিষ্ট সময়ের জন্য নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (ওয়াডা) সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধরণের স্পোর্টিং ইভেন্ট (Sporting Events) থেকে এশিয়া-ইউরোপের মধ্যবর্তী এই দেশকে বাদ রাখা হবে।

আজ সোমবারই লুসানে রাশিয়াকে নিয়ে এক বৈঠক বসে ওয়াডায়। ওয়াডার এক্সিকিউটিভ কমিটির সেই বৈঠকেই সর্বসম্মতভাবে সের্গেই বুবকার দেশকে নির্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৬ সালে সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক্সে রাষ্ট্র দ্বারা পরিচালিত ডোপিংয়ের মারাত্মক অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে। আন্তর্জাতিক খেলাধুলোর জগৎ থেকে রাশিয়াকে নির্বাসিতও করা হয়েছিল একই কারণে। পরে শর্তসাপেক্ষে রাশিয়াকে ফিরিয়ে আনা হলেও তাদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ ওঠে। ডোপ বিরোধী প্রক্রিয়া নিয়ে রাশিয়া ওয়াডার হাতে যেসব তথ্য তুলে দিয়েছিল, তাতে নানা অসঙ্গতি ছিল বলে অভিযোগ উঠেছিল। মস্কোয় (Moscow) রাশিয়ার যে ডোপ বিরোধী ল্যাবরেটরি রয়েছে, তা ওয়াডার সমস্ত আইন ঠিকঠাক মেনে চলছে কিনা, তার প্রমাণ দেওয়ার নির্দেশ ছিল তাদের উপরে। কিন্তু সেই তথ্যপ্রমাণ দেওয়ার সময়সীমা বারবার লঙ্ঘন করে রাশিয়া। ওয়াডার হাতে তারা যে তথ্য তুলে দেয় তার সত্যতা নিয়েও প্রশ্ন ওঠে। শুধু টোকিও অলিম্পিক্স নয়, ২০২২ সালের শীতকালীন অলিম্পিক্সেও নামতে পারবে না রাশিয়া। ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপেও রাশিয়া নামতে পারবে না। কোনও বড় প্রতিযোগিতার জন্য বিডও করতে পারবে না তারা। তবে রুশ অ্যাথলিটরা অলিম্পিক্সে নামতে পারবেন। যদিও তাঁদের প্রমাণ করতে হবে যে রাশিয়ার সঙ্গে তাঁরা কোনও ভাবেই জড়িত নন। আরও পড়ুন: Bangladesh Premier League 2019-20: ১১ ডিসেম্বর থেকে শুরু বাংলাদেশ প্রেমিয়ার লিগ, দেখে নিন গোটা টুর্নামেন্টের সূচি

নির্বাসনের খাঁড়া নেমে আসায় এদিন কালিমালিপ্ত হল রাশিয়ার গৌরবময় ক্রীড়া ঐতিহ্য। যার ফলে আসন্ন ২০২০ টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবে না রাশিয়া। এমনকী ২০২২ সালে কাতারে ফিফা বিশ্বকাপেও (FIFA World Cup) অংশ নিতে পারবে না পুতিনের দেশ।