কলকাতা: পশ্চিমবঙ্গে (West Bengal) দ্য কেরালা স্টোরি (The Kerala Story) প্রদর্শনের উপর গত আট মে নিষেধাজ্ঞা (Ban) জারি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল সরকার (TMC Government)। এরপরই এই বিষয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন সিনেমার নির্মাতারা। বৃহস্পতিবার এই বিষয়ে উভয়পক্ষের বক্তব্য শোনার পর সিনেমাটির প্রদর্শনের উপর জারি করা নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ জারি করে (stay order) সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নারীকল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা (West Bengal Minister Shashi Panja) বলেন, "সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণের কথা (observation) জানিয়েছে। এই বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে তা মুখ্যমন্ত্রীই বলবেন। কিন্তু, তাঁর উদ্দেশ্য ছিল এই সিনেমার কারণে যেন কোনও সম্প্রদায়ের (community) অনুভূতিতে আঘাত (hurt) না লাগে। কারণ যদি এই সিনেমার ফলে কোনও সম্প্রদায়ের লোকজন মনে আঘাত পান বা তার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির (law and order situation) অবনতি হয় তাহলে সমস্যা আরও বাড়বে। সেই কারণেই এই সিনেমার প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।" আরও পড়ুন: Egra blast case: শুভেন্দুর আর্জি খারিজ, এগরা বিস্ফোরণে কাণ্ডের তদন্তে CID-র উপরই আস্থা কলকাতা হাইকোর্টের
#WATCH | West Bengal Minister Shashi Panja reacts to Supreme Court order staying the State Govt's ban on #TheKeralaStory
"...Supreme Court has given its observation. Following this, what action CM will take is something which she will say. But her intent was that no community… pic.twitter.com/zMCJMrgYYx
— ANI (@ANI) May 18, 2023