Photo Credits: Wikimedia Commons and insta

কলকাতা: ভারতের অন্যান্য জায়গার সিনেমা হলে প্রদর্শিত হলেও পশ্চিমবঙ্গে (West Bengal) রিলিজ হওয়ার কয়েকদিনের মধ্যেই গত ৮ মে রাজ্যের সিনেমা হলে 'দ্য কেরালা স্টোরি'র (The Kerala Story) প্রদর্শন (screening) নিষিদ্ধ (ban) ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal government)। এই ধরনের সিনেমা রাজ্যের বিভাজনের পরিবেশ তৈরি করে হিংসা বৃদ্ধি করবে বলেই কারণ দর্শানো হয়েছিল এই নিষেধাজ্ঞার পিছনে।

পশ্চিমবঙ্গ সরকারের এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন সিনেমার নির্মাতারা। বৃহস্পতিবার এই মামলার শুনানির সময় উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে পশ্চিমবঙ্গ সরকারের নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ (stay order) জারি করল সুপ্রিম কোর্ট। এর ফলে পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলিতে আর দ্য কেরালা স্টোরি প্রদর্শনের ক্ষেত্রে কোনও সমস্যা রইল না বলেই মনে করা হচ্ছে।

রিলিজ হওয়ার পরেই দ্য কেরালা স্টোরি নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে প্রায় গোটা দেশজুড়ে। এই সিনেমা মুক্তি পেতেই তা নিয়ে কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  সাংবাদিক বৈঠক করে কেরালা স্টোরির সমালোচনার পর এবার ওই সিনেমা রাজ্যে নিষিদ্ধ করা হবে বলে জানান।  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে হিংসা এবং অশান্তি যাতে না ছড়ায়, তার জন্যই দ্য কেরালা স্টোরির মতো সিনেমা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।  রাজ্যে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেদিকে নজর রেখেই দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী। আরও পড়ুন: Monalisa's Sexy Look: সুইম স্যুটে সমুদ্র সৈকতে মোনালিসা, আপ্লুত ঝুমা বউদির অনুরাগীরা