কলকাতা: এগরা বিস্ফোরণ কাণ্ডের (Egra blast case) তদন্ত (investigation) জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)-কে দিয়ে করানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা (PIL) করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (LoP Suvendu Adhikari)।
বুধবার সেই মামলার শুনানির পর শুভেন্দু অধিকারীর আর্জি খারিজ করে দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি (CID)-র উপরেই ভরসা রাখল কলকাতা হাইকোর্ট। তাদের তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে দেখতে বলল এই বিষয়ে বিস্ফোরক আইনে (Explosives Act) মামলা হবে কিনা। আগামী ১২ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
Calcutta High Court allows West Bengal CID to continue its investigation into the Egra blast case. CID to investigate and decide whether a case can be initiated on the Explosives Act. Next hearing is on June 12.
The PIL was filed by LoP Suvendu Adhikari, seeking NIA (National… pic.twitter.com/XwaxXbkyuO
— ANI (@ANI) May 18, 2023
পূর্ব মেদিনীপুরের এগরায় খাদিকুল গ্রামে গত মঙ্গলবার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে মর্মান্তিক মৃত্যু হয় ৯ জনের। জখম হয়েছে ৭ জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। খবর পেয়েই ঘটনার তদন্তের ভার সিআইডিকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মঙ্গলবার রাতেই সিআইডি টিম সেখানে পৌঁছে তদন্ত শুরু করে। এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা সম্ভব হলেও মূল অভিযুক্ত ভানু বাগ পলাতক। আরও পড়ুন: Abhishek Banerjee: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা, শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়