MS Dhoni (Photo Credit: CSK/ X)

চেন্নাই, ২৬ অক্টোবর: আরও একবার অবসর জল্পনায় জল। আগামী বছর আইপিএলে খেলা নিশ্চিত হল এমএস ধোনি (Ms Dhoni)-র। ৪৩ বছরের তরুণ ধোনিকে ধরে রাখল (রিটেন) চেন্নাই সুপার কিংস। তাঁদের সফলতম অধিনায়ককে সম্মান জানিয়ে দলকে আইপিএল পাঁচবার খেতাব জয়ী মাহিকে চূড়ান্ত 'রিটেনশন' তালিকায় রাখল সিএসকে (CSK)। চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন জানিয়ে দিলেন, ধোনিকে খেলতে ইচ্ছাপ্রকাশ করার পরই তাঁকে 'রিটেনশন' তালিকায় রাখা হয়েছে। ফলে গত দুটি মরসুম ধরে চলা ধোনির অবসর নিয়ে আবেগ এবারও দেখা যাবে। সূত্রের খবর, ৪ কোটি টাকায় ধোনিকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএসকে। গত কয়েকটা মরসুম ধরে খেলাটা উপভোগ করছেন বলেই তিনি আগামী বছর আইপিএলে নামতে চান বলে সিএসকে-কে জানিয়েছেন মাহি। ধোনির পাশাপাশি ঋতুরাজ গায়কোয়েড়, রবীন্দ্র জাদেজা, রচীন রবীন্দ্র ও মাথিশা পাথিরানা-কে ধরে রাখতে চলেছে চেন্নাই।

প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশী ম্যাচ খেলার নজির ধোনির দখলে। IPL-এ ধোনি মোট ২৬৪টি ম্যাচ খেলেছেন। ধোনির পর সবচেয়ে বেশী আইপিএল ম্যাচ খেলেছেন দীনেশ কার্তিক (২৫৭), রোহিত শর্মা (২৫৭) ও বিরাট কোহলি (২৫৭)।

আইপিএল ২০২৫-এ খেলবেন ধোনি

প্রসঙ্গত, ২০০৮ আইপিএল থেকে প্রতিটি মরসুমে খেলেছেন ধোনি। ২০০৮ থেকে অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংসে আছেন ধোনি। বেটিং কেলেঙ্কারিতে সিএসকে সাসপেন্ড হওয়ার সময় ধোনি পুণে সুপারজায়েন্টসের নেতৃত্বে ছিলেন। এরপর সাসপেনসন কাটিয়ে সিএসকে ফিরলে ধোনি তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফেরেন। ২০২৩ আইপিএলে ধোনি সিএসকে-র নেতৃত্ব ছাড়েন। তবে এখন সরকারীভাবে নেতৃত্বে না থাকলেও মাহি হলুদ জার্সিতে মাঠে দাঁড়িয়ে কার্যত কোচ ও অধিনায়কের ভূমিকায় থাকেন।