Hero Asia Cup 2025 (Photo Credit: X@airnewsalerts)

২০২৫ সালের অগস্টে বিহারের রাজগীরে অনুষ্ঠিত হতে চলেছে হিরো এশিয়া কাপ হকি -র আসর । হকি ইন্ডিয়া এবং বিহার রাজ্য ক্রীড়া কর্তৃপক্ষ পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে এই বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। আগামী ২৯শে আগস্ট থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত সম্প্রতি নবরূপে সজ্জিত রাজগীর হকি স্টেডিয়ামে এই টুর্নামেন্টটি  অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের নভেম্বরে আয়োজিত মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি রাজগীরের এই স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল এবং সেটিতে ভারত জয়লাভ করেছিল। মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির পর রাজগীরে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট হতে চলেছে এশিয়া কাপ।

হিরো এশিয়া কাপের ১২তম সংস্করণে ভারত, পাকিস্তান, জাপান, কোরিয়া, চীন এবং মালয়েশিয়া সহ ৮টি দল অংশগ্রহণ করবে। বাকি দুটি দল বাছাইপর্ব টুর্নামেন্ট( AHF) এ এইচ এফ কাপের মাধ্যমে তাদের স্থান নিশ্চিত করবে। পুরুষদের এশিয়া কাপের ইতিহাসে এখনও অবধি দক্ষিণ কোরিয়া পাঁচবার শিরোপা জিতে সবচেয়ে সফল দল হিসেবে শীর্ষস্থানে রয়েছে, তার পরেই রয়েছে ভারত এবং পাকিস্তান, যারা প্রত্যেকে তিনবার করে টুর্নামেন্ট জিতেছে।

বিহারের রাজগীরে অনুষ্ঠিত হবে হিরো এশিয়া কাপঃ

সম্প্রতি হকি ইন্ডিয়ার মহাসচিব ভোলানাথ সিং ( Secretary General of Hockey India, Bholanath Singh) এবং বিহার ক্রীড়া বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব বি. রাজেন্দ্র এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তি্রকে (President of Hockey India Dilip Tirkey), ভারতীয় পুরুষ হকি ইন্ডিয়া দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, সহ-অধিনায়ক হার্দিক সিং, হকি ইন্ডিয়ার কোষাধ্যক্ষ এস জে মনোহরন এবং বিহার রাজ্য ক্রীড়া কর্তৃপক্ষের (Bihar State Sports Authority) মহাপরিচালক রবীন্দ্রন শঙ্করন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নবনির্মিত অত্যাধুনিক রাজগীর আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলার জন্য তার উৎসাহ প্রকাশ করেছেন।